# Tags
#Blog

RG Kar Doctor Death Case Dr: Subarna Goswami on West Bengal Chief Minister Mamata Banerjee’s Reaction After Meeting with Junior doctors cancelled

RG Kar Doctor Death Case Dr: Subarna Goswami on West Bengal Chief Minister Mamata Banerjee’s Reaction After Meeting with Junior doctors cancelled
Listen to this article


কলকাতা: বৃহস্পতিবার বিকেলে নবান্নের ডাকে সাড়া দিয়ে বৈঠক করতে গিয়েও ফিরে আসতে হল আরজি কর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Doctor Death Case) আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। দীর্ঘ টানাপোড়েনের পরে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি না হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) সঙ্গে দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে পারলেন না তাঁরা। সারাদিন ধরে টালবাহানার পরেও হল না বহু প্রতীক্ষিত বৈঠক। ২ ঘণ্টার বেশি সময় ধরে নবান্নের সভাঘরে অপেক্ষার পরেও বৈঠক না হওয়ায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য তার আগে সাংবাদিক বৈঠক করে সাফাই দিয়ে গেলেন কেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং করা গেল না তা নিয়ে।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি’, নবান্ন থেকে বললেন মমতা

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তি নস্যাৎ করে দিয়েছেন সিনিয়র চিকিৎসক সংগঠনের নেতা ও বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Dr: Subarna Goswami)। এপ্রসঙ্গে তিনি বলেন,”আমরাও তাকিয়ে ছিলাম এই বৈঠকের দিকে, যে একটা সমাধান সূত্র বেরোবে। মাননীয়া মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের যেসব দাবি-দাওয়া তা মন দিয়ে শুনবেন। সেগুলির সমাধান করবেন। কিন্তু, যে যুক্তি দেওয়া হল তা আমাদের কাছে মনে হয়েছে অবান্তর। সুপ্রিম কোর্টের সঙ্গে লাইভ স্ট্রিমিংয়ের কোনও সম্পর্ক নেই। এটা আমরা আইনজীবীদের সঙ্গেও পরখ করে দেখে শুনে নিয়েছি ও বুঝে নিয়েছি। যে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ের কোনও সম্পর্ক নেই। এটা যেটা করা হল যে মাননীয়া মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন, ঘরে বসে রয়েছেন। এই ছবি আসলে আমাদের সিনিয়র চিকিৎসক সংগঠনগুলোর যেটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিংয়ের জন্য ডকুমেন্ট তৈরি করা হল। এছাড়া আর কিছুই না।  আর এই যে পুরো ব্যাপারটিতে লাইভ স্ট্রিমিং করতে চাননি কেন? সেটা আমাদের যেটা মনে হল যে তদন্তের বিভিন্ন ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলবেন জুনিয়র চিকিৎসকরা। যেগুলোর কোনও সদুত্তর নেই বলেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হল না। এটা একেবারে পরিষ্কার হয়ে গেল।” 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, চায় চেয়ার,’ কাদের নিশানা মুখ্যমন্ত্রীর?

আরও দেখুন



Source link

RG Kar Doctor Death Case Dr: Subarna Goswami on West Bengal Chief Minister Mamata Banerjee’s Reaction After Meeting with Junior doctors cancelled

R G Kar Protest News : “চেয়ারে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal