NOW READING:
সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে? হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
March 24, 2025

সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে? হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে? হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Listen to this article



<p>ABP Ananda Live: ‘এই তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের (সিবিআই) মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা?’ &nbsp;সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ‘আপনাদের কি কোথাও মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা?’ যদি মনে হয়ে থাকে তাহলে সেই সন্দেহভাজন কারা? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ‘কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে?’ ‘সাজাপ্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত , নাকি আর কেউ আছে?'<br />&nbsp;সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন ? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এটা গণধর্ষণ নাকি তথ্য প্রমাণ লোপাট ? সিবিআইকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কেস ডায়রি নিয়ে আসার জন্য সিবিআইকে নির্দেশ। পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক, আবেদন পরিবারের। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকদের দিয়ে SIT গঠন করা হোক. আবেদন পরিবারের । ‘নিরাপত্তারক্ষী এবং নার্সদের এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি’। সহকারী সুপারকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি, স্টেটাস রিপোর্ট চাওয়া হোক, দাবি পরিবারের। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি পরবর্তী পর্যায়ের তদন্ত করা যায়? প্রশ্ন রাজ্যের। বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে ? প্রশ্ন রাজ্যের। হাইকোর্টে কেন ? বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন পরিবার ? প্রশ্ন রাজ্যের একবছর ধরে তদন্ত হচ্ছে, সিবিআই কী করছে ? গোটা দেশ জানতে চায়, সওয়াল রাজ্যের আগামী ২৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।</p>



Source link