NOW READING:
: ‘বাংলার সবাই জানে কী করে আর জি কর-কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে’, বললেন অধীর
January 22, 2025

: ‘বাংলার সবাই জানে কী করে আর জি কর-কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে’, বললেন অধীর

: ‘বাংলার সবাই জানে কী করে আর জি কর-কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে’, বললেন অধীর
Listen to this article



<p>ABP Ananda live: হাইকোর্টে রাজ্যের আবেদনের পরই এই নিয়ে তুফান উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধীদের একযোগে সমালোচনার জবাব দিয়েছে শাসক দলও। ‘গাছের গোড়া কেটে গাছের মাথায় জল দিলে, গাছ বাঁচে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সর্বত্রই কিন্তু এই প্রমাণপত্রেরওপরে দাঁড়িয়েই তাঁদেরকে রায় দিতে হবে বলে আমার ধারণা। এই বাংলার সবাই জানে কী করে আর জি কর-কাণ্ডের তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে’, বললেন অধীর।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>রাজ্য় বিজেপিতে কি বাড়ছে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর দূরত্ব? মঙ্গলবার দলের বিশেষ সাংগঠনিক কর্মশালায় শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি ও তা নিয়ে সুকান্ত মজুমদারের বক্তব্যে বাড়ল জল্পনা।&nbsp; মঙ্গলবার সল্টলেকের এক হোটেলে বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করেছিল বিজেপি। জেলা ও রাজ্য নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। ছিলেন সুনীল বনসল এবং অমিত মালব্য। রাজ্য় বিজেপির প্রথম সারির নেতাদের মধ্য়ে একজনই মাত্র উপস্থিত ছিলেন না , তিনি হলেন শুভেন্দু অধিকারী। তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই জল্পনা বাড়িয়েছে। আর সেই জল্পনা. ঘৃতাহুতি নিয়েছে সুকান্ত মজুমদারের মন্তব্য।&nbsp;</p>



Source link