NOW READING:
ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার, পরে জামিন
November 10, 2024

ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার, পরে জামিন

ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার, পরে জামিন
Listen to this article



<p>ABP Ananda Live : আর জি কর-কাণ্ডের তোলপাড়ের মধ্যেই ফের গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। মত্ত অবস্থায় মহিলার ঘরে চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার সন্তোষলাল প্রসাদ। প্রতিবেশী মহিলাকে অনুসরণ ও মত্ত অবস্থায় ঘরে ঢুকে পড়ার অভিযোগ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু।&nbsp;</p>
<p>’এদের যারা ধরিয়ে দিয়েছে তারাও তৃণমূল, যারা এস সঙ্গে যুক্ত রয়েছে তারাও তৃণমূল। &nbsp;তৃণমূলের ছাত্রনেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। &nbsp;পুলিশ তদন্ত করুক, বেরোবে। যুদ্ধক্ষেত্রে বসে আছি’, শিয়ালদায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ প্রসঙ্গে বললেন বিজেপি নেতা সজল ঘোষ। বৈঠকখানা রোডে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার!&nbsp; সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?&nbsp; আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১। অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র।&nbsp;</p>



Source link