NOW READING:
এত মানুষের আন্দোলন, রাত জাগা আজ কী দাম পেল ?: শতরূপ
December 13, 2024

এত মানুষের আন্দোলন, রাত জাগা আজ কী দাম পেল ?: শতরূপ

এত মানুষের আন্দোলন, রাত জাগা আজ কী দাম পেল ?: শতরূপ
Listen to this article


ABP Ananda Live: ‘আমরা ১০ বছর ধরে বলে আসছি তৃণমূল বিজেপি সেটিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বোঝাপড়া। আমরা সত্যি বলছিলাম না মিথ্যা বলছিলাম। আর কবে বিজেপি নেতারা বিশ্বাস করবে তাদের মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিক্রি হয়ে বসে আছে। যে প্রমাণ সুপ্রিম কোর্টে জমা দিতে পারল সেই চার্জশিট শিয়ালদা কোর্টে জমা দিতে পারল না’, মন্তব্য শতরূপের।  

 আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এল। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন  মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।

তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন।



Source link