# Tags
#Blog

RG কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে ?

RG কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে ?
Listen to this article


কলকাতা: আর জি কর-মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে বাংলা তথা সারা দেশ। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানি। কিন্তু আর জি কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না (RG Kar Case SC Hearing)।আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।  শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এদিকে বিচারের দাবিতে আজ ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাত দখলে, শহরের রাস্তায় নেমেছে প্রতিবাদীরা।

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিস অনুযায়ী, আগামীকাল মহামান্য প্রধান বিচারপতি তিনি বসছেন না। ফলত এই ধরণের ক্ষেত্রে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা থাকে না। এবং এটা কিন্তু জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে বা বিচার বিভাগীয় যে নিয়ম-রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরণের নোটিসের ক্ষেত্রে উল্লেখ করা হয় না। শুধুমাত্র উল্লেখ করা হয়েছে , আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না।মূলত  আরজিকর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে। এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি এবার পিছিয়ে গেল।

SC On RG Kar Case: RG কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে ?

আরও পড়ুন, রাত দখলের ডাকে প্রতিবাদের ঢেউ নিউটাউনে, জমায়েত তথ্য প্রযুক্তি কর্মীদের

এদিন চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘বিচারের যে একটা প্রত্যাশা এবং বিচারের জন্য যে আমাদের রাজ্যের মধ্যে একটা অপেক্ষা চলছে, আমি জানি না, দিল্লিতে বা সুপ্রিম কোর্টে আমাদের সেই মনোভাবটা আমাদের সেই প্রয়োজনটা, জানাতে পেরেছি ? বুঝতে পারছি না। কোথাও যেনও মনে হয়েছে যে, সুপ্রিম কোর্ট এটাকে একটু ৫টা সাধারণ কন্সটিটিউশনাল ম্যাটার বা একটা জেনারালিটি দিয়ে দেখছেন ! তাঁদের থেকে আরও দৃঢ় হাতে আরও কড়া মনোভাব আশা করা হয়েছিল।আমরা অনেকটা সময় নষ্ট হতে দেখলাম।’  

খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link

RG কর-মামলায় আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, সম্ভাবনা কবে ?

Durga Puja 2024 | Pujo Asche |

R G Kar Case in Supreme Court: বিচার চেয়ে বাংলাজুড়ে রাতদখল, যদিও কাল হচ্ছে না সুপ্রিম শুনানি…

R G Kar Case in Supreme Court:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal