বিচার তো মেলেইনি, এবার জামিনও পেয়ে গেলেন সন্দীপ-অভিজিৎ; কী বললেন RG Kar-এ নির্যাতিতার মা ?
কলকাতা : চার মাস অতিবাহিত। এখনও অধরা বিচার। প্রতিটা মুহূর্তে সুবিচারের অপেক্ষায় তাঁরা। কিন্তু, কোথায় কী ? এবার জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। আর এনিয়ে চূড়ান্ত হতাশ নিহত নির্যাতিতার মা। সংবাদমাধ্যমের সামনে সেই হতাশাই প্রকাশ করলেন এদিন। তিনি বলেন, “আমরা খুব হতাশ। সিবিআই ৯০ দিনের মধ্যেও চার্জশিট আনতে পারল না। তাই জামিন হয়ে গেল। আমার কী বলার আছে ! আমি তো সিবিআই নই। তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওঁদের জামিন হয়ে গেছে। এখন খুব হতাশার মধ্যে আছি। চূড়ান্ত হতাশ।”
কিছুক্ষণ আগেই আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এসেছে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।
তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন।
অগাস্ট থেকে ডিসেম্বর। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেছে। কিন্তু, এখনও মেলেনি বিচার। অধরা বহু প্রশ্নের উত্তর। মঙ্গলবারের শুনানির পর, সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী তারিখ দিয়েছে মার্চ মাসে। এর মধ্য়ে এবার এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার।
এদিকে বৃহস্পতিবার শিয়ালদা কোর্টে পেশ করা হয় খুন ধর্ষণকাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার উপস্থিতিতে চলে সাক্ষ্য়গ্রহণ পর্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন