‘আর কোনও রাস্তা খোলা দেখছি না…’ সন্দীপ-অভিজিতের জামিনে চরম হতাশ RG Kar-এ নির্যাতিতার বাবা
কলকাতা : ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এনিয়ে চূড়ান্ত হতাশ নিহত নির্যাতিতার পরিবার। কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা।
তিনি বলেন, “কোনও কথা বলতে পারছি না। মনটা খুব খারাপ আছে। মেয়েটার জীবনটা এত খারাপ ছিল ? এটাই ভাবছি। এত পড়াশোনা করিয়ে আজ এরকম একটা পরিস্থিতিতে আমাদের ভুগতে হচ্ছে। জানতাম সিবিআই সবচেয়ে বড় সংস্থা। কিছু একটা বের করবে। কিছু করল না…। আর কী করে আস্থা থাকবে তদন্তকারী সংস্থার ওপরে। আর কোনও রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। আমি হতাশ।”
সংবাদমাধ্যমের সামনে চরম হতাশা প্রকাশ করেছেন নির্যাতিতার মা-ও। তিনি বলেন, “আমরা খুব হতাশ। সিবিআই ৯০ দিনের মধ্যেও চার্জশিট আনতে পারল না। তাই জামিন হয়ে গেল। আমার কী বলার আছে ! আমি তো সিবিআই নই। তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওঁদের জামিন হয়ে গেছে। এখন খুব হতাশার মধ্যে আছি। চূড়ান্ত হতাশ।”
আরজি কর মামলার আপডেট-
এদিন আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এসেছে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।
তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন