কলকাতা: RG কর কাণ্ডে মুখ খুললেন নির্যাতিতার বাবা। তিনি এদিন জানিয়েছেন, ‘আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, এত প্রেশার ক্রিয়েট করা হয়।’এখানেই শেষ নয়, পুলিশের বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ।
এদিন নির্যাতিতার বাবা বলেন, ‘যখন আমার মেয়ের মৃতদেহ আমার ঘরে শায়িত ছিল। তখন ডিসি নর্থ, আমাদের ঘরের একটা গলিতে ঢুকে, ঘরে ভিতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। ডিসি সেন্ট্রাল ইন্দ্রানী মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যে কথা বলছেন।.. এই জন্য আমাদের মনে প্রশ্ন উঠছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে পুলিশ না প্রশাসন নাকি হাসপাতাল কর্তৃপক্ষ ?
প্রশ্ন ১, আমরা এখন জানতে পারছি, পুলিশ (আরজিকর আউট পোস্ট) ১০ টা ১০ মিনিটে আমার মেয়ের এই পরিণতির খবর পায়। কিন্তু তারপরেও কিন্তু ওরা আমার মেয়ের কোনও শারীরিক পরীক্ষা করেনি। যেটা তাঁদের প্রথম কাজ ছিল, সেটা কিন্তু তাঁরা করেনি। প্রশ্ন ২, ১১ টায় আমাদের জানানো হয়, আমাদের মেয়ে আত্মহত্যা করেছে। তাঁরা কোনও মেডিক্যাল টেস্ট করল না, আগেই তাঁরা বলে দিল আত্মহত্যা করেছে।’এদিন পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়, আমরা বুঝতে পারিনি যে কেন মৃতদেহকে হাসপাতাল থেকে বের করার এত কী তাড়া ছিল প্রশাসনের ? আমরা তো মৃতদেহ বের করার সময় অনেকবার বলেছিলাম প্রশাসনকে, যে আমাদের সময় দিন। কিন্তু সেই সুযোগ আমাদের প্রশাসন দেয়নি।’
পুলিশের বিরুদ্ধে মেয়ের দেহ হাইজ্যাকের অভিযোগ পরিবারের। বলেন, ‘মেডিক্যাল টেস্টের আগেই কীভাবে আত্মহত্যার তত্ত্ব? আমাদের ধাক্কা দিয়ে ফেলে মৃতদেহ নিয়ে চলে যায় পুলিশ। দেহ দেখতে বাধা, বারবার প্রিন্সিপালের ঘরে যেতে বলে পুলিশ’। ‘কেন মেয়ের দেহ সৎকারে এত তাড়াহুড়ো করেছিল পুলিশ? হাসপাতালে ডেকে সাদা কাগজে সই করানোর চেষ্টা করেছিল পুলিশ। আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে ছিলাম, অভিযোগ পরিবারের। ‘পুলিশ-প্রশাসনের এত অতিসক্রিয়তা, এত মিথ্যেচার কেন?’, পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে শিউরে ওঠার মতো অভিযোগ পরিবারের।
আরও পড়ুন, যতদিন বিচার না পাই, আন্দোলন চালিয়ে যান – রাস্তায় যাঁরা নেমেছেন তাঁদের অনুরোধ নির্যাতিতার পরিবারের
খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন