NOW READING:
RG কর কাণ্ডে CBI-কে চিঠি নির্যাতিতার পরিবারের, অফিসারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের আর্জি
February 28, 2025

RG কর কাণ্ডে CBI-কে চিঠি নির্যাতিতার পরিবারের, অফিসারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের আর্জি

RG কর কাণ্ডে CBI-কে চিঠি নির্যাতিতার পরিবারের, অফিসারের বিরুদ্ধেই বিভাগীয় তদন্তের আর্জি
Listen to this article



<p><strong>কলকাতা:&nbsp;</strong><span style="font-weight: 400;">আর জি করকাণ্ডের CBI তদন্ত নিয়ে ক্ষুব্ধ নিহত চিকিৎসকের পরিবার। </span><span style="font-weight: 400;">তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল অভয়ার পরিবার। সীমা এবং তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানানো হল। দিল্লিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।&nbsp;</span></p>
<p><span style="font-weight: 400;">CBI আধিকারিকদের দেওয়া&nbsp; চিঠিতে নির্যাতিতার পরিবার জানিয়েছে, আর জি করের ঘটনায় তদন্তে খামতি রয়েছে। তদন্তে যে খামতি রয়েছে, সেকথা মনে করছে শিয়ালদা আদালতও। শিয়ালদা আদালতের রায়ের প্রসঙ্গও চিঠিতে উল্লেখ করেছেন নির্যাতিতার মা-বাবা। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।&nbsp;</span></p>
<p>CBI তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে, সুবিচার পেতে দিল্লি গিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। সেখানে গিয়ে CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন তাঁরা। মার্চ মাসে <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে আর জি কর-মামলার শুনানি রয়েছে। তার আগে কথা বলেন আইনজীবীর সঙ্গেও। নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে দিল্লি যান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের চারজন প্রতিনিধিও।</p>
<p>নিহত চিকিৎসকের মা-বাবার অভিযোগ, তাঁরা CBI তদন্তে মোটেই সন্তুষ্ট নন। সেই কারণেই এবার সরাসরি CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। এর পাশাপাশি, রাষ্ট্রপতি <a title="দ্রৌপদী মুর্মু" href="https://bengali.abplive.com/topic/draupadi-murmu" data-type="interlinkingkeywords">দ্রৌপদী মুর্মু</a>র সঙ্গে দেখা করতে চেয়ে ই-মেল করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সময়ের অভাবে সাক্ষাৎ সম্ভব নয় বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা হয়নি।</p>
<p>৯ অগাস্ট আর জি কর হাসপাতালে নৃশংস ওই ঘটনা ঘটে। আর তার পর নয় নয় করে প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে। দোষী সাব্য়স্ত সঞ্জয় রায়ের আমৃত্য়ু কারাদণ্ড হলেও, নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, তাঁরা এখনও বিচার পাননি। CBI তদন্ত কতদূর এগোল, তা নিয়েও তাঁরা অন্ধকারে।</p>



Source link