উজ্জ্বল মুখোপাধ্য়ায়, সমীরণ পাল ও সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর কাণ্ডের পর ৩ মাস পার হতে চলল। এবার, বিচারের দাবিতে বিধানসভায় গেলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। দেখা করলেন শুভেন্দু অধিকারী, নৌশাদ সিদ্দিকির সঙ্গে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিচারের দাবিতে ১০ই ডিসেম্বর, রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি।
‘চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল। কেন এই নির্মম পরিস্থিতি হল? ‘
এদিন নিহত তরুণী চিকিৎসকের মা বলেন, ‘চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল। কেন এই নির্মম পরিস্থিতি হল? আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন,আমার পাশে আপনাদের চাই।’ উত্তরে অভয় দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘একদম।’ সেই ৯ অগাস্ট থেকে, এখন প্রায় নভেম্বরের শেষ।সাড়ে তিন মাস হতে চলল। বিচার এখনও মেলেনি। আর জি কর মেডিক্য়ালে, চিকিৎসক মেয়ের ধর্ষণ, খুনের বিচার চেয়ে, এবার বিধানসভায় আর জি কর মেডিক্য়ালের নিহত তরুণীর মা-বাবা।
‘ এটা আমি আজও জানতে পারলাম না, আমার মেয়ের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল? ‘
মঙ্গলবার, সংবিধান দিবসে, তাঁরা দেখা করলেন বিরোধী দলনেতার সঙ্গে। এদিন বেলা সাড়ে ১২ টা নাগাদ, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে বিধানসভায় যান, আর জি কর মেডিক্য়ালের নিহত চিকিৎসকের মা-বাবা। নিহত তরুণী চিকিৎসকের মা বলেন,সুরক্ষিত জায়গায় কী হল এরকম, নৃশংসভাবে তাঁকে খুন করা হল। এটা আমি আজও জানতে পারলাম না, আমার মেয়ের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল?
আরও পড়ুন, ‘পাকিস্তানের মতো অন্ধকারে চলে পারে বাংলাদেশ’ ! ধর্ম নিরপেক্ষতার প্রশ্ন তুলে আশঙ্কা ফিরহাদের
‘১০ ডিসেম্বর, বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’ উনি বলেছেন, আপনারা জনগণকে নিয়ে এই অন্য়ায়ের বিরুদ্ধে, বিচারের দাবিতে লড়ুন। আমরা আজকে সব বিজেপি বিধায়করা পিতৃ-মাতৃদেবীর সামনে ড. বাবা সাহেব অম্বেদকরকে স্মরণ করে, আমরা অঙ্গীকার করছি, আমরা জনতার দরবারে নিয়ে যাব, এবং, এই জঘন্য়, নির্মম, বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ।’ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘১০ ডিসেম্বর, বিচারের দাবিতে রাজভবনে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি। ‘এদিন বিধানসভায়, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন