# Tags
#Blog

‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ প্রশ্ন RG কর-নির্যাতিতার পরিবারের

‘আমরা CBI চাইনি, রবিবার কেন হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের?’ প্রশ্ন RG কর-নির্যাতিতার পরিবারের
Listen to this article


কলকাতা: পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)

শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)

CBI তদন্তে অসন্তোষের কথা জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নির্যাতিতার মা-বাবা। রবিবার এবিপি আনন্দে তাঁরা বলেন, “পুলিশ-cBI, কেউই ঠিক মতো তদন্ত করেনি। অনেক কিছুই এড়িয়ে গিয়েছে। আমরা কোনও দিন CBI চাইনি। হাইকোর্টের তত্ত্বাবধানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলাম। সুপ্রিম কোর্ট রবিবার স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করে। স্বাধীন ভারতের ইতিহাসে রবিবার সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে বলে উদাহরণ নেই। এতে আমাদের বিরাট আপত্তি রয়েছে। আদালতে যে স্টেটাস রিপোর্ট রিপোর্ট জমা পড়ে, তাও দেখতে চাইব আমরা। ”

নির্যাতিতার মা-বাবার দাবি, ওই রাতে তাঁদের মেয়ের সঙ্গে চারজন ছিলেন। তাঁরাও এই ঘটনায় জড়িত, তাই মিথ্যে বলছেন সকলে। মেয়ে যে সেমিনার রুমে ঘুমাচ্ছেন, তা হাসপাতালের কেউ বলে না দিলে, সঞ্জয় কী করে জানল, তাকে কেউ দেখতে পেল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা। এমনকি ওই রাতে মেয়ের সঙ্গে খাওয়াদাওয়া করেন যে চারজন, তাঁদের নাম বার বার বলা সত্ত্বেও CBI কোনও পদক্ষেপ করেনি, জিজ্ঞাসাবাদ করেনি, জিজ্ঞাসাবাদ করলেও, চার্জশিটে তার প্রতিফলন ঘটেনি বলে দাবি তাঁদের। 

CBI-কে জবাব দিতেই হবে বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের দাবি, আর সরাসরি CBI-এর সঙ্গে কথা বলবেন না তাঁরা, আদালতের মাধ্যমেই কথা বলবেন। নির্যাতিতার মা বলেন, “CBI আমাদের সঙ্গে কথা বলে না। ফোনও ধরে না। অবশ্যই গাফিলতি রয়েছে। কোনও প্রভাবশালীর হাত থাকতে পারে।” এমনকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও নিজে থেকে যাবেন না, রাস্তায় নেমে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal