‘হাল ছাড়ার জায়গায় নেই, আমরা আবার…’ ফের কি বিচারের দাবিতে রাজপথে জুনিয়র চিকিৎসকরা ?
কলকাতা : আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলন চালিয়ে গেছেন জুনিয়র চিকিৎসকরা। এমনকী অনশনের পথও বেছে নিয়েছিলেন তাঁরা। তাঁদের আহ্বানে রাজপথে নেমেছে নাগরিক সমাজও। বিচারের অপেক্ষায় সেই আন্দোলন কিছুটা স্তিমিয়ে রাখা হলেও, প্রয়োজনে ফের পথ নামার কথা আগেই জানিয়ে রেখেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এদিন আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি ফের রাজপথে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা ? সেরকমই ইঙ্গিত মিলছে।
এপ্রসঙ্গে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, “আমরা দেখলাম এবং অত্যন্ত হতাশ হয়েছি। কিন্তু, এখনও পর্যন্ত বিচার-প্রক্রিয়া যেহেতু চলছে এবং সিবিআইয়ের তরফে যেহেতু বলা হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। বলা হয়েছে, যখনই কল করবে কোর্ট, তখনই তাঁদের যেতে হবে। সেই বন্ডে তাঁদের বেল দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা কিছুটা আশা রাখছি এবং যে যে জায়গাগুলো আমাদের আরও বলা দরকার এবং যেখানে গিয়ে আমাদের প্রতিবাদ করা দরকার, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি করব। কিছুজন পরীক্ষার জন্য অফ আছেন। খুব তাড়াতাড়ি জানিয়ে দেব। আন্দোলনটা চালিয়ে যেতে হবে। প্রচণ্ড হতাশ হয়েছি, কিন্তু হাল ছাড়ার জায়গায় এখনও নেই। আমরা আবার যে যে জায়গগুলো যাওয়া দরকার, সেই সেই জায়গাগুলো যাব।”
আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুনের সেই বীভৎস ঘটনার পর ৪ মাস পেরিয়ে গেছে। কিন্তু, এখনও মেলেনি বিচার। অধরা বহু প্রশ্নের উত্তর। এই পরিস্থিতিতে এদিন আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এল। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।
আরও পড়ুন ; RG Kar মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় বড় আপডেট, সন্দীপ-অভিজিতের জামিন; কারণ এই…
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও দেখুন