<p>ABP Ananda Live: কলকাতা হাইকোর্ট শুনতে পারবে মামলা, আরজি কর মামলায় শুনানিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর জি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ মামলা শুনতে পারবে, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। এবার থেকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি হতে পারে, জানাল সর্বোচ্চ আদালত। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি।</p>
<p> </p>
<p><strong>মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি, দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম </strong></p>
<p> </p>
<p>মার্চেই কার্যত দাবদাহ পরিস্থিতি। দোলযাত্রার পরেই পাল্লা দিয়ে বাড়ছে গরম। কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও, গরম কমার তেমন কোনও লক্ষণ নেই। আজও একাধিক জায়গায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। কলকাতাতেও আজ থাকবে হট ডে পরিস্থিতি। তবে বিকেল বা সন্ধ্যের দিকে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ সারাদিনে কোথায় কেমন থাকবে তাপমাত্রা? কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা? এক নজরে দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট। আজ তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের ৬ জেলায়। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। </p>
Source link
আর জি কর মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, কী জানালেন প্রধান বিচারপতি?
