কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ-মিছিলে হামলা। টালিগঞ্জের করুণাময়ীতে প্রতিবাদ মিছিলে হামলা। তৃণমূল কাউন্সিলর রত্না শূরের নেতৃত্বে মারধরের অভিযোগ। শিশু, মহিলাদেরও মারধরের অভিযোগ। হরিদেবপুর থানায় বিক্ষোভ অভিযোগকারীদের।
কোচবিহারের মাথাভাঙায় ‘রাত দখলে’ হামলার অভিযোগ উঠেছিল। তৃণমূলের বিরুদ্ধে রাত দখল কর্মসূচিতে হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। রাস্তায় আলপনা আঁকার সময় সবকিছু মুছে শিল্পীদের উপর হামলা চালানোরও অভিযোগ উঠেছিল সেবার। ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছিল যে, রাস্তার ওপর গ্র্যাফিটির মতো করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখেছিলেন আন্দোলনকারীরা। যাদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁরা নিরস্ত্র তো ছিলেন বটেই, তাঁদের হাতের ছিল না কোনও রাজনৈতিক দলের পতাকা। তাঁদের মুখে কোনও স্লোগানও ছিল না। কেন তাঁদের ওপর হামলা চালানো হল, বুঝে উঠতে পারছিলেন না কেউই।
৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতেও হামলার অভিযোগ উঠেছিল। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয়েছিল আন্দোলনকারীদের। প্রতিবাদে মাথাভাঙা শহরে শুভেন্দুর নেতৃত্বে মিছিল করেছিল বিজেপি। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছিলেন, ‘পুলিশ না থাকলে এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে এক মিনিটও সময় লাগবে না’।
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। আর এই প্রতিবাদের মাঝেই উঠে আসছে হামলার অভিযোগ। এবার কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় ‘আক্রান্ত’ মহিলা। হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় ‘হামলা’। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা। এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে কাঁথি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন, মহালয়ায় রাজ্যের ২১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
কাঁথিতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসে ছিলেন। এরপর পাশেরই এক চশমার দোকানদার মাহেফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিড়ে দেয় এবং ব্যাপক মারধর করে। মাহফুজের সাথে ছিল আরো এক দুষ্কৃতী। এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয়। এবং বলতে থাকেন আরজিকর কাণ্ডের দোষীদেরকে আড়াল করার জন্য এই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিঁড়ে দিয়েছে। এরপর দ্রুত উত্তেজনা ছড়ায় কাঁথিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
+ There are no comments
Add yours