# Tags
#Blog

আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতার, ‘রোগী পরিষেবা ব্যাহত হবে না তো?’ বড় প্রশ্ন শুভেন্দুর

আগামীকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতার, ‘রোগী পরিষেবা ব্যাহত হবে না তো?’ বড় প্রশ্ন শুভেন্দুর
Listen to this article


ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য,কলকাতা: সোমবার ধনধান্য় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, জেলা স্বাস্থ্য আধিকারিকদের। এছাড়াও বহু চিকিৎসক এই বৈঠকে যোগ দেবেন। যদিও এই বৈঠকে সাংগঠনিকভাবে তারা থাকছে না বলে জানিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এত চিকিৎসক একসঙ্গে বৈঠকে এলে রোগী পরিষেবা ব্যাহত হবে না তো? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

অভয়াকাণ্ডের প্রায় ৬ মাস পর, সোমবার চিকিৎসকদের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য প্রেক্ষাগৃহে এই বৈঠকের আয়োজন করছে স্বাস্থ্যদফতরের গ্রিভান্স রিড্রেসাল সেল। সেই বৈঠকেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের। ডাকা হয়েছে মেডিক্যাল পড়ুয়া, অধ্যাপক, রেসিডেন্ট ডক্টরর্স ও মেডিক্যাল অফিসারদেরকেও। এরই মধ্যে সার্ভিস ডক্টর্স ফোরামের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলা হয়েছে, আমরা লক্ষ্য করেছি, এই সভায় আমাদের মতো দায়িত্বশীল এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে লাগাতার কাজ করা সংগঠনের প্রতিনিধিবৃন্দদের ডাকা হয়নি। এর পাশাপাশি, অভয়ার ন্যায়বিচার সহ মোট ১১ দফা দাবিও মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তারা। 
 
এদিকে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠকে সাংগঠনিকভাবে থাকছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এদিকে এত বড় পরিসরে এই বৈঠক ডাকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন,’আমি মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে প্রশ্ন করতে চাই, আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া, এই যে ৬৭৫ জন চিকিৎসককে ধনধান্য অডিটোরিয়ামে ‘চিকিৎসার আরেক নাম সেবা’ নামক কনভেনশনে ডাকা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাষণ দেবেন, এতে কি রোগী পরিষেবা ব্যাহত হবে না?’

আরও পড়ুন, কুম্ভমেলা নিয়ে কল্যাণের নিশানায় যোগী সরকার, ‘চূড়ান্ত অব্যবস্থার জন্য মহাকুম্ভে এত মৃত্যু..’ !

WBJDF এর সদস্য  পুলস্থ আচার্য বলেন, রোগী পরিষেবার সমস্যা হলে সেই দায় কি ফের সেই চিকিৎসকদের ওপরেই চাপানো হবে? আমরা নজর রাখব বিষয়টিতে। এই বৈঠক সফল করার জন্য প্রহসন চলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। বিজেপি রাজ্যসভার সাংসদ  শমীক ভট্টাচার্য বলেন, ‘সবটাই হাতের বাইরে চলে গিয়েছে। চিকিৎসক পরিষেবা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের অভিযোগ উঠছে। এখন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। ‘সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে চিকিৎসক ও রাজনৈতিক মহল। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal