‘নতুন করে আবেদন করুন’, RG করের নির্যাতিতার মা-বাবাকে বলল সুপ্রিম কোর্ট
কলকাতা: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শুরু হল। নিহত চিকিৎসকের মা-বাবাকে নতুন করে আবেদন জমা করতে বলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানালেন, নির্যাতিতার মা-বাবার আবেদনে যা যা বক্তব্য রয়েছে, তা বিতর্কের যোগ্য আদালতে CBI-এর আইনজীবী জানান, সব প্রশ্নের উত্তর তাঁদের কাছে আছে। কিন্তু এই সময় আলোচনা হলে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেবে নির্যাতিতার পরিবার। (RG Kar Case)
তদন্ত প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে মামলা করেছিলেন RG করের নির্যাতিতার মা-বাবা। বার বার পিছনোর পর বুধবার আর জি কর মামলার শুনানি শুরু হয় আদালতে। এদিন শুনানি শুরু হওয়ার পর প্রথমেই নির্যাতিতার পরিবারের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “আবেদন করার পর সাজা ঘোষণা হয়েছে। এটা প্রত্যাহার করে নতুন করে আবেদন জমা করবেন কি? এখানে যে যে অভিযোগ রয়েছে, সেগুলি বিতর্কযোগ্য।” (Supreme Court)
এতে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী বলেন, “আমরা তার আগে আবেদন করেছিলাম। এখানে কিছু অভিযোগ রয়েছে আমাদের। কিছু ব্যক্তির নাম রয়েছে, যাঁরা উচ্চপদে আসীন রয়েছেন। তাঁদের একটা ভূমিকা রয়েছে এই মামলায়, যা তুলে ধরতে চেয়েছিলাম।” এর পরই নতুন করে আবেদন করতে বলেন প্রধান বিচারপতি। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।
এর পর নির্যাতিতার মা-বাবার উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “নতুন করে আবেদন জমা করুন। আপনাদের পক্ষে সেটা ভাল হবে। এটা প্রত্যাহার করে নতুন করে আবেদনপত্র জমা করুন। এখানে যা যা বিবৃতি বা অভিযোগ রয়েছে, তা কিন্তু হলফনামায় বলতে হবে। তাই আপনাদের পক্ষে নতুন করে মামলা করলে ভাল হবে।”
এদিন প্রধান বিচারপতি আরও বলেন, “কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন আছে। আমরা কি এই মামলা এখানে বন্ধ করে দেব ? এখনই উত্তর চাই না। পরে জানান।” কলকাতা হাইকোর্টেও CBI তদন্ত নিয়ে আবেদন জমা দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। তাই কলকাতা হাইকোর্টেও নির্যাতিতার পরিবার নিজেদের কথা বলতে পারেন বলে জানান প্রধান বিচারপতি।
CBI তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতার মা-বাবা। CBI তদন্তে গাফিলতি করেছে বলে অভিযোগ ছিল তাঁদের। সেই নিয়ে আদালতে CBI-এর আইনজীবী বলেন, “আবেদনপত্রে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে, তা নিয়ে আগে জবাব দেওয়া হয়েছে। এখন ফের আলোচনা হলে অভিযুক্তের সুবিধা হতে পারে।” (Supreme Court)
তবে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানিয়েছেন, শিয়ালদা আদালতে সঞ্জয় সাজা পেলেও, তাঁদের প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে। যত সময় এগোচ্ছে সন্দেহ আরও বাড়ছে তাঁদের। তাই দ্রুত CBI জবাব দিক বা আদালত হস্তক্ষেপ করে CBI-কে নির্দেশ দিক বলে মন্তব্য করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী।
এর আগে, গত শুনানিতে আদালত নির্যাতিতার মা-বাবার আবেদনটি সব পক্ষের হাতে তুলে দিতে বলা হয়েছিল। সেই নিয়ে এদিন CBI জানায়, নির্যাতিতার মা-বাবা যে প্রশ্নগুলি তুলেছে, তার জবাব রয়েছে তাদের কাছে। কিন্তু সেই নিয়ে এখন আলোচনা হলে সঞ্জয় রায়ের সুবিধা হতে পারে। বাকি যে নামগুলি রয়েছে, তাঁরাও লাভবান হতে পারেন। তাই জবাব থাকলেও, এখন তা প্রকাশ করা যাচ্ছে না।
আরও দেখুন