ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিন হয়েছে। মূলত গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় ২জনের জামিন দেওয়া হয়েছে। এরপরেই প্রশ্নের মুখে CBI এর ভূমিকা ! এদিন এবিপি আনন্দ-এর কাছে নিজের মতামত জানালেন জুনিয়র চিকিৎসক অনুপম রায়।
সাংবাদিক: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডল। কী বলবেন ?
জুনিয়র চিকিৎসক: প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, তথ্য লোপাটের অভিযোগে।এবং আমরা দেখেছি যে, কীভাবে সেই দিন ঘটনাস্থলে এখানকার টিএমসিপি ইউনিটের বাইরে তাঁরা উপস্থিত ছিলেন। এবং তারপরে যেটা সামনে আসে এখানে একটা কন্সট্রাকশন ওয়র্ক হয়। এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে, তথ্যপ্রমাণ লোপাট এটা একটা হয়েছে। এবং এখানে কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আজকে আমার দেখে হতাশই হয়ে গেলাম যে, কী করে, সন্দীপ ঘোষ এবং অভিজিত মণ্ডল জামিন পেয়ে গেল ? কারণ এটা আমাদের কাছে মোটেই কাম্য নয়। আমরা মোটেই এটা আশা করিনি। সিবিআই যে সাবলিমেন্টারি চার্জশিটের কথা বলেছিল, তা কিন্তু দিতে পারল না। তাঁদেরকে শুধু গ্রেফতার করল, কিন্তু তাঁদের নামে এখনও অবধি কোনও চার্জশিট পাওয়া গেল না। তাহলে এটা দিয়ে কী প্রমাণিত হয় ? তাহলে কি এই রাজ্যের শাসকদল ও সিবিআই, তারা কি চায় না যে ,এই ঘটনার বিচার হোক ? যদি নাই জানা যায়, কারা এই তথ্য প্রমাণ করল ? কেন করল ? কী মোটিভে এই ঘটনা ঘটাল ? সেগুলি যদি সামনে না আসে, তাহলে আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ যেটা করেছিল, কলকাতা পুলরিশ প্রথমে সুইসাইড বলে চালানোর চেষ্টা করেছিল। তারপরে এই বিষয়টাকে অন্য একটা মোড় দিয়ে শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। আজকে দেখলাম, সিবিআই-ও সেটাই করল ! তাহলে এটা করলে কি বিচার পাব আমরা ? এতদিন ধরে কলকাতার রাস্তায় অসংখ্য মিছিল হয়েছে। তাহলে কি এই আন্দোলেনর দাম নেই ? তাহলে নির্যাতিতা কীভাবে বিচার পাবে ?
আরও পড়ুন,মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন