হাওড়া: আরজিকর কাণ্ডের পর সাহসিকতার প্রতিরূপ হিসেবে সামনে এসেছিল শিরদাঁড়া। চিকিৎসকদের প্রতিবাদ মিছিলেও ঠাঁই পেয়েছিল তা। এখানেই শেষ নয়, ইস্তাফার আগে কলকাতার সদ্য প্রাক্তন কমিশনার বিনিত গোয়েলকে ‘শিরদাঁড়া’ উপহার দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে এখন দোরগড়ায় পুজো। বলাইবাহুল্য উমা মায়ের আরাধনে, পুজো মণ্ডপেও জায়গা করে নিয়েছে সেই সাহসিকতার প্রতিরূপ। কিন্তু সেখানেই এল বাঁধা। বেলেঘাটার পর এবার প্রকাশ্যে এল শিরদাঁড়াকে আড়াল করার দ্বিতীয় ছবি।
ঘটনাস্থল এবার সাঁতরাগাছি। বিচারের দাবিতে এবার দুর্গা পুজোর মণ্ডপে বসানো হয়েছিল শিরদাঁড়া। এদিন সকালেই তা ইনস্টলেশন করা হয়। এদিকে ‘শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের তলব’। পুলিশ আসার পরেই তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ঢাকল ত্রিপলে ! পাশাপাশি পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি করা হয়েছে। কেন উদ্যোক্তাদের তলব? এখনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
আরও পড়ুন, সাগর দত্ত হাসপাতালে হামলাকাণ্ডে নিরাপত্তারক্ষীদের শো-কজ, ‘ওইদিন ফিমেল মেডিসিন ওয়ার্ডে যাঁরা..’
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন