কলকাতা : ফের একবার স্বতঃস্ফূর্ত আবেগ উপচে পড়ল শহরজুড়ে। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আহ্বানে শামিল গোটা কলকাতা। আলো নিভল কল্লোলিনী কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব-পশ্চিম। আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হলেন শহরের মানুষ। এর সঙ্গে সঙ্গে হাতে ধরলেন মোমবাতি, মোবাইল টর্চের আলো। স্বতঃস্ফূর্ত আবেগে ফের স্তব্ধ কলকাতা। তিলোত্তমার ‘বিচার পেতে আলোর পথে’ (RG Kar Case) ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে পথে নামলেন শহরের মানুষ। গানে-কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন প্রতিবাদকারীরা। শ্যামবাজার থেকে যাদবপুর, নিউটাউন থেকে ভিক্টোরিয়া চত্বর সর্বত্র আরও একবার রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ।
‘We Want Justice’ স্লোগান, কণ্ঠে ‘আগুনের পরশমণি’। চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে ফের রাত দখল। শহর থেকে জেলা, রাজ্যের সর্বত্র বেনজির প্রতিবাদ। রাজপথ দখল সাধারণ মানুষের। তবে, সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশার স্বর শোনা গেল কারো কারো গলায়। এনিয়ে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে আন্দোলনে শামিল এক তরুণী বললেন, ‘পুরো বাংলা একটা আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম যে, হয়তো কাল কিছু একটা জানতে পারব। কিন্তু আমরা সবাই জানি Justice Delayed is Justice Denied। আমরা আশা করব, সুপ্রিম কোর্ট এটাকে বিবেচনার সঙ্গে দেখবে। কারণ, এটা শোক নয়, দ্রোহের জায়গা।’ তবে হাল ছাড়তে রাজি নন পথে নেমে আসা আন্দোলনকারীরা। এক তরুণীর গলাতেই শোনা গেল সেই কথা। তিনি বললেন, ‘কাল শুনানি না হওয়ায় অবশ্যই আশাহত। এতে আমাদের লড়াই বাড়বে, বৈ কমবে না। আমরা জাস্টিস নিয়ে তবেই থামব। জাস্টিস ছাড়া থামব না।’
এপ্রসঙ্গে এবিপি আনন্দে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শুভময় মৈত্র বললেন, ‘আমরা মনে করছি, মূলত আমরা মনে করছি রাষ্ট্রব্যবস্থা অপরাধীদের আড়াল করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যখন লক্ষ্য করছেন যে এই ঘটনাটি ঘটছে এবং আমরা আমাদের সংসদীয় ব্যবস্থার মাধ্যমে, আমাদের দেশের যে নিয়মতান্ত্রিকতার মাধ্যমে বিচার পাচ্ছি না, তখন তাঁদের শোক কিন্তু দ্রোহে রূপান্তরিত হচ্ছে। সাধারণ মানুষ বাংলা ভাষায় পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, যতটা সম্ভব তাঁরা পথে থাকবেন।’
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন