# Tags
#Blog

সিল ভেঙে OT-তে ঢুকল কে? কী করছে CBI? আর জি কর কাণ্ডে নয়া বিতর্ক

সিল ভেঙে OT-তে ঢুকল কে? কী করছে CBI? আর জি কর কাণ্ডে নয়া বিতর্ক
Listen to this article


কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়াল্টি ব্লকের আটতলার OT ঘিরে নতুন বিতর্ক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) সিল ভেঙে OT-তে ঢোকা হয়েছিল বলে অভিযোগ। CBI  কি বিষয়টি আদৌ তদন্ত করে দেখেছে? প্রশ্ন তুলে বিক্ষোভ প্রতিবাদ মঞ্চের। তদন্ত যদি না হয়ে থাকে, সিল কেন ভাঙা হল, প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরা। ক্যাজুয়াল্টি ব্লকের চারতলার সেমিনার হলেই উদ্ধার হয় নিহত তরুণী চিকিৎসকের দেহ। (RG Kar Case)

আর জি কর হাসপাতালের ক্যাজুয়াল্টি ব্লকের আটতলার অর্থপেডিক OT নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভয়া মঞ্চের দাবি, যে দরজা সিল করে গিয়েছিল CBI। সিল করা দরজার সেই ছবিও সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছে। তাতে দেখা যায়, তালা দিয়ে পুরো সিল করা রয়েছে দরজা। কিন্তু অন্য একটি ছবি দেখা গিয়েছে, দরজায় সিল নেই। সেই নিয়েই প্রশ্ন উঠছে। (Kolkata News)

আন্দোলনকারীদের দাবি, দু’টো ছবি পাশাপাশি রাখলে মানুষ বুঝতে পারবেন যে অন্য কিছু রয়েছে। তাঁদের প্রশ্ন, CBI ৯০ দিনে যে চার্জশিট দিল, কোন ভিত্তিতে দিল? নিরাপত্তা কেমন? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট একের পর এক রায় দিচ্ছে। চলছে CBI তদন্তও। সেই অবস্থায় কী করে সিল ভেঙে ভিতরে ঢুকে গেল লোক?

অভয়া মঞ্চের আর্য বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের আশঙ্কা, সিল যে ভাঙা হল, তার মধ্যে নিশ্চয়ই কিছু লুকিয়ে আছে। তাহলে CBI কি সম্পূর্ণ তদন্ত করল না? একটা ঘরের সিল ভাঙল, একটা ঘরের ভাঙল না। অথচ সেই ঘরটাই আগের মতো রয়েছে। একটা ঘরে সিল ভাঙা হলে, অন্য ঘরের সিল ভেঙেও তদন্ত করে দেখা হোক। আশঙ্কা তো রয়ে যাচ্ছে! বিষয়টি কি অধরা থেকে যাচ্ছে?” তাঁদের প্রশ্ন, যে OT সিল করা ছিল, সেট আচমকা ভাঙা হল কেন? CBI কি তদন্ত করেছে? না করলে কেন করেনি?

ধর্না চালাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল চিকিৎসক সংগঠন। তাদের মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের এজলাসে আবেদনের শুনানির সম্ভবনা রয়েছে। আজ সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নও যাচ্ছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা। পাশাপাশি, সিবিআই-এর তদন্তকারী অধিকারিক সীমা পহুজাকে ইমেল করা হয়েছে। নবান্নে মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নিজাম প্যালেসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে চিঠি।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal