NOW READING:
নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা
September 14, 2024

নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা

নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা
Listen to this article


কলকাতা : এর আগে নবান্নের বৈঠক ভেস্তে গিয়েছিল এই কারণে। এবারও সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকেও এই ইস্যুতে জটিলতার কথা শোনা যাচ্ছে। ৭টা ১০ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা ছিল বৈঠক।

মুখ্যসচিবের মেল পাওয়ার পর ৩০ জন জুনিয়র চিকিৎসকের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের জন্য রওনা দেন। বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এদিন তাঁরা স্বচ্ছতার কথা বলে গিয়েছিলেন। এরপর বাসে চেপে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা যান কালীঘাটে। মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁরা ঢুকেও গেছেন বৈঠকে। তবে, ৭টা ১০ মিনিট নাগাদ বৈঠক শুরুর কথা থাকলেও, সাময়িক জটিলতা তৈরা হয় বলে সূত্রের খবর। কারণ, আন্দোলনকারীরা বৈঠকের লাইভ স্ট্রিমিং দাবি করেন। তবে, একাংশ আন্দোলনকারী নিজেদের দাবিতে অনড়। আরও জানা যায়, আজ জুনিয়র চিকিৎসকদের তরফে যে মেল পাঠানো হয়েছিল, সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবেও সরকারের তরফেও বিষয়টি নিয়ে কোথাও উচ্চবাচ্য করা হয়নি। তবে, সরকারের তরফে কোনও সামাজিক মাধ্যমে লাইভ স্ট্রিমিং হতেও পারে বলে শোনা যায়। অর্থাৎ জটিলতা তৈরি হয়েছে। একাংশ জুনিয়র ডাক্তার চাইছেন, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গোটা ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক। মুখ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবি নিয়ে কী আলোচনা হচ্ছে, তা নিয়ে মানুষের কাছে তাঁরা পরিষ্কার থাকতে চাইছেন।

আরও দেখুন



Source link