RG Kar Protest: স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার আজ সপ্তম দিন। বৃষ্টি মাথায় নিয়ে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি একটাই, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ন্যায়বিচার আর দুর্নীতি-মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। লম্বা লড়াইয়ের প্রস্তুতি। স্বাস্থ্য ভবনের সামনে তৈরি করা হয়েছে ফুড কাউন্টার। দরকারে সেখান থেকে মিলবে ওষুধও। আন্দোলনের সমর্থনে চিকিৎসকদের সঙ্গে যোগ দিচ্ছেন শিল্পী থেকে সাধারণ মানুষ। বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।এক সন্তানকে হারিয়েছেন বাবা-মা। কেউ হারিয়েছেন সহপাঠীকে। কেউ হারিয়েছেন বন্ধুকে। কারওবা বুকের ভেতর দিদি বা বোনকে হারানোর যন্ত্রণা। সব যন্ত্রণা, সবার যন্ত্রণাই যেন মিশে গেছে একসঙ্গে। জ্বলে উঠেছে প্রতিবাদের আগুন হয়ে। চিকিৎসকদের এই আন্দোলনে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষ।শুধু সঙ্গে থাকাই নয়, বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত। ABP Ananda LIVE