NOW READING:
কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি, ‘অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল?’
March 28, 2025

কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি, ‘অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল?’

কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি, ‘অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল?’
Listen to this article


কলকাতা: কলকাতা হাইকোর্টে আজ ফের আর জি কর মামলার শুনানি। আদালতের নির্দেশমতো CBI-এর আজ কেস ডায়েরি পেশ করার কথা। নতুন করে তদন্ত চেয়ে সুুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা-বাবা। সেই আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি প্রথম দিনই আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়েছিল CBI।

‘অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা?’, প্রশ্ন তুলেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ‘হাসপাতালে জাল ওষুধ, দুর্নীতির প্রতিবাদ করাতেই তাঁর মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করা হয়েছে’, ওই দিনই আর জি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন নিহত চিকিৎসকের মা।

আরও পড়ুন, লন্ডনে গিয়ে SFI-র প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী, ‘অক্সফোর্ডে মিথ্যাভাষণ দেবেন..’ !

আরও দেখুন



Source link