কলকাতা: আর জি কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আর জি কর মেডিক্যালের চিকিৎসক সুমিত রায় তপাদারকে জিজ্ঞাসাবাদ। সেমিনার রুমে ‘প্রথম’ অভয়ার মৃতদেহ দেখা চিকিৎসককে জিজ্ঞাসাবাদ।
গত বছর ২০২৪ এর ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে খুন হন চিকিৎসক। ঘটনার দিন আর জি করে আউটপোস্টে কর্মরত ছিলেন যে পুলিশকর্মীরা, তাঁদের মধ্য়ে ১১জন পুলিশকর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে। যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত। কিন্তু সেই ঘটনায় এখনও সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই তদন্তের অঙ্গ হিসেবে এর আগে ১১জন পুলিশকর্মীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আর জি কর-কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
আর জি কর-কাণ্ডে তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরাধের জায়গা আগের মতো নেই। সেই প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের মন্তব্য, ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। জিডির ভিত্তিতে কী করে ময়নাতদন্ত? ময়নাতদন্তের পর কী করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর! এটা অত্যন্ত বিরক্তিকর। আর জি কর-কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায়, ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষীসাব্য়স্ত করে আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। তারপরই ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফাঁসি চেয়েছে সিবিআই-ও। কিন্তু নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, ফাঁসি নয়, খুঁজে বার করা হোক বাকি দোষীদের।ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিহত চিকিৎসকের মা-বাবা।
প্রসঙ্গত, গত বছর অক্টোবার মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর ! এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ক্রাইম, ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা সিভিক ভলান্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।
আরও পড়ুন, দোলের আগেই চড়া রোদ, আগামী ৪৮ ঘণ্টায় পারদ পতনের পূর্বাভাস ! কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন