RG Kar Case: আর জি করকাণ্ডে সুবিচার পেতে এবার দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে বৈঠক নিহত চিকিৎসকের বাবা-মায়ের। ‘ন্যায়বিচার পাবেন, আশ্বস্ত করেছেন সিবিআইয়ের ডিরেক্টর’, সাক্ষাতের পর প্রতিক্রিয়া মৃতার বাবা-মার। সিবিআই তদন্ত নিয়ে এর আগে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন মৃতার বাবা-মা। ‘এমনভাবে তদন্ত হয়েছে, মেয়ের ডেথ সার্টিফিকেটই পাইনি’, ক্ষোভ প্রকাশ পরিবারের। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য ই-মেল করেছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। সময়ের অভাবে সাক্ষাৎ সম্ভব নয়, জানানো হয়েছে রাষ্ট্রপতিভবনের তরফে।
সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাতের পর আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা বলেছেন, ‘সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের সব প্রশ্ন শুনেছেন। আশ্বস্ত করেছেন আমরা ন্যায়বিচার পাব। ওঁরা বলেছেন, আমরা তদন্ত করছি, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।’ এর পাশাপাশি নিহতের মা-বাবা এও বলেছেন যে, ‘আমরা এর শেষ দেখবই’। আদালত নির্দেশ দিয়েছিল তদন্ত প্রক্রিয়া চলাকালীন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সিবিআই-কে। যদিও নিহতের পরিবারের অভিযোগ, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেনি সিবিআই। এই প্রসঙ্গও সিবিআই ডিরেক্টরের সামনে তুলেছেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। এই প্রসঙ্গে সিবিআই জানিয়েছে, তদন্তের ব্যাপারে অনেক অসুবিধা আছে। সবসময় হয়তো যোগাযোগ করা হয়নি। আগামী দিনে করা হবে। এমনটাই বলেছেন নিহতের বাবা। তিনি আরও বলেছেন, ‘মেয়েকে ডাক্তার বানাতে ৬২ বছর বেঁচে আছি। আর ১০ বছর বাঁচলে বিচারের জন্যই বাঁচব। আমরা ধৈর্য রাখব। শেষ দেখে ছাড়ব।’
দিল্লিতে সিবিআই- এর হেডকোয়ার্টারে যাওয়ার আগেও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অভিযোগ জানিয়েছিলেন অভয়ার মা-বাবা। ৭ মাস হয়ে গিয়েছে ঘটনার। অথচ এখনও ডেথ সার্টিফিকেট পাননি তাঁরা। এই প্রসঙ্গ তুলেই অভিযোগ করেছিলেন আর জি কর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তদন্ত যে সঠিক ভাবে হচ্ছে না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিবিআই- এর বিরুদ্ধে। নিহতের মা জানান, ঘটনার দিন তাঁর মেয়ের সঙ্গে বাকি যাঁরা ছিল তাঁদের জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। এমনকি পরবর্তীকে সন্দীপ ঘোষ (আর জি করের তৎকালীন অধ্যক্ষ) এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হলেও তাঁদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায়, জামিন পেয়ে যান ২ জনই। তদন্তে একাধিক অসংগতি রয়েছে, এই অভিযোগ বারবারই করেছেন নিহতের বাবা-মা। এবার সিবিআই ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাঁদের। আশ্বাস পেয়েছেন যে এই নৃশংস ঘটনার বিচার পাবেন তাঁরা। তবে একটু ধৈর্য ধরতে বলা হয়েছে অভয়ার বাবা-মাকে। এখন দেখার কতদিনে ন্যায়বিচার পান আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার।
আরও দেখুন