NOW READING:
Father Kills Daughter: ডাক্তার মেয়ে বিয়ে করল HS পাশ ছেলেকে! সেই রাগে বাবা গুলি করে মারল…
April 30, 2025

Father Kills Daughter: ডাক্তার মেয়ে বিয়ে করল HS পাশ ছেলেকে! সেই রাগে বাবা গুলি করে মারল…

Father Kills Daughter: ডাক্তার মেয়ে বিয়ে করল HS পাশ ছেলেকে! সেই রাগে বাবা গুলি করে মারল…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কেমন বাবা! নিজের ২৪ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন করে বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে উঠে এল হাড়হিম তথ্য। পুলিস জানিয়েছে, অভিযুক্ত বাবা একজন অবসরপ্রাপ্ত CRPF অফিসার। তার মেয়ে ছিলেন একজন MBBS ডাক্তার। কিন্তু তার একটাই অপরাধ ছিল যে তিনি একজন উচ্চমাধ্যমিক পাশ ছেলেকে বিয়ে করেন। সেই রাগেই অভিযুক্ত নিজের মেয়েকে খুন করে।

গত শনিবার নিহত তৃপ্তি ওয়াঘ তাঁর স্বামী অভিনাশের সঙ্গে ননদের ‘হলদি’ অনুষ্ঠানে যান। সেখানে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার নিয়ে হাজির হয় ৫০ বছরের কিরণ মাঙ্গলে। রিভলভার দিয়ে নিজের মেয়েকে গুলি করে খুন করে। অবিনাশ ওয়াঘকে গুরুতর আহত করে। গুলি চালানোর ঘটনার পর আশেপাশের লোকজন কিরণ মাঙ্গলেকে মারধর করে।

আরও পড়ুন:Man kills Wife-Son: ট্যাংরাকাণ্ডের ছায়া মার্কিন মুলুকে! স্ত্রী-ছেলেকে গুলি করে নিজেও আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি…

আরও পড়ুন:Living Nostradamus Prediction: ইউরোপের অন্ধকার ট্রেলার মাত্র, আরও ভয়ংকর বিপর্যয় আসছে: লিভিং নস্ট্রাদামুস

পুলিস জানিয়েছে, কিরণকে জলগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। পুলিস কিরণ মাঙ্গলের ছেলে নিখিলকে গ্রেফতার করেছে। সেও বাবার সঙ্গে ঘটনাস্থলে সেদিন গিয়েছিল। অন্যদিকে, পুনের সাসুন জেনারেল হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় অবিনাশের চিকিৎসা চলছে।

অবিনাশের মা কিরণ এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস বাবা-ছেলের বিরুদ্ধে খুন এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং অস্ত্র আইনের অন্যান্য ধারায় মামলা করেছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link