শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী: আগামী বছরই বিধানসভা নির্বাচন। ভোটার তালিকা সংশোধন নিয়ে শনিবার ভার্চুয়াল বৈঠকে সংগঠনকে বড় বার্তা দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন সাংগঠনিক রদবদলের কথা। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কমিটি হওয়ার কথাও জানিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন-কেউ হারিয়েছিলেন ৩০ হাজার, কেউ ১ লাখ, সার্ভে পার্ক এটিএম জালিয়াতিকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
ওই বৈঠক থেকে যেসব বিষয় বেরিয়ে এল তার মধ্য়ে রয়েছে বুথস্তর পর্যন্ত সংগঠনকে ঢেলে সাজানো হবে, ভোটার তালিকা সংশোধনে তৈরি হবে কমিটি ও সেই কমিটিকে সময়সীমা বেঁধে দেওয়া হল এবং সেক্ষেত্রে কমিটিকে সাহায্য করবে আইপ্যাক। আগামী ২১ মার্চ থেকে তৈরি হবে ব্লক স্তরের কমিটি, এরপর তৈরি হবে টাউন কমিটি, ব্লক কমিটি হবে ৩০ জনের। ভোটের কাজ দেখবেন সুপারভাইজার। ২৮ মার্চ থেকে তৈরি হবে অঞ্চল কমিটি। বুথস্তরের কমিটির ডেডলাইন ৪ এপ্রিল। দলনেত্রী ভোটের তালিকা সংশোধনের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কীভাবে পালন করা হবে তার একটা রূপরেখা তৈরি করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্র ও দিল্লির ফলাফল তুলে ধরে তিনি দেখিয়ে দেন কীভাবে সেখানে কারচুপি হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক নিয়ে বলে দিয়েছিলেন, এই আইপ্যাক প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। এটা অন্য আইপ্যাক। আজকের বৈঠকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন, ভূতুড়ে ভোটের ধরার কাজ আইপ্যাক করবে। আইপ্যাক দলকে প্রশিক্ষণ দেবে। আইপ্যাকের নাম করে বিভিন্ন নেতার কাছে ফোন যাচ্ছে। আইপ্যাকের নাম করে কোনও আপত্তিকর বিষয় থাকলে একটি ফোন নম্বরে ফোন করে জানাতে হবে। সেই নম্বরও তিনি দিয়ে দিয়েছেন। আইপ্যাক যদি কোথাও যায় তাহলে সেই খবর জেলা সভাপতির কাছে আগাম থাকবে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে রদবদল হতে চলেছে। এমনটাই বৈঠকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। বদল হতে পারেন বেশ কয়েকজন জেলা সভাপতি। বদল হতে পারে ব্লক সভাপতিও। প্রায় চার হাজার কর্মীদের নিয়ে যে বৈঠক অভিষেক করলেন সেখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন শীঘ্রই জেলা ও ব্লক স্তরে রদবদল হবে। সেই রদবদলে পারফরমেন্সই শেষ কথা। লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে যে রদবদলকে কেন্দ্র করে যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানে পারফরমেন্সের কথাই তিনি উল্লেখ করেছিলেন। সেই কথাই আজ জানিয়ে দিলেন অভিষেক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours