NOW READING:
সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর
January 26, 2025

সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর

সাধারণতন্ত্র দিবসে বিশেষ আকর্ষণ, রেড রোডে নজর কাড়ল রোবট কুকুর
Listen to this article



<p><strong>কলকাতা:</strong> সাধারণতন্ত্র দিবসে রেড রোডে দর্শকাসনের নজর কাড়ল রোবট কুকুর। কুচকাওয়াজে প্রদর্শিত হল কার্গিলে ব্যবহৃত পিনাক মিসাইলের অত্যাধুনিক সংস্করণও।&nbsp;</p>
<p><strong>নজর কাড়ল রোবট কুকুর:</strong> দূর থেকে দেখলে মনে হবে, লাইন দিয়ে হেঁটে আসছে সারমেয়। কিন্তু একটু কাছে এলেই ভাঙবে ভুল। এরাও চারপেয়ে। তবে রোবট। ৭৬ তম সাধারণতন্ত্র দিবসে রেড রোডে মূল আকর্ষণ ছিল এরাই। সামনে রোবট কুকুর। পিছনে পিছনে রিমোট কন্ট্রোল হাতে হাঁটছেন সেনা কর্মীরা। রেড রোডে কুচকাওয়াজ দেখতে আসা অতিথিরা রোবট কুকুরদের দেখলেন খানিক অবাক চোখেই। এরই সঙ্গে এদিন রেড রোডে প্রদর্শিত হল কার্গিলে ব্যবহত পিনাক মিসাইলের অত্যাধুনিক সংস্করণ।</p>
<p>এদিকে এদিন সকাল ১০টায় ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যে কর্তব্যপথে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি <a title="দ্রৌপদী মুর্মু" href="https://bengali.abplive.com/topic/draupadi-murmu" data-type="interlinkingkeywords">দ্রৌপদী মুর্মু</a>। আকাশপথে পুষ্পবৃষ্টি করে বায়ুসেনার MI-17 কপ্টার। কর্তব্য পথে কুচকাওয়াজ ও বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয়। এ বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। এবারের থিম ছিল &lsquo;স্বর্ণালি ভারত, ঐতিহ্য ও উন্নয়ন&rsquo;। কর্তব্যপথে প্রদর্শিত হয়েছে ৩১টি ট্যাবলো। প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি প্রদর্শন করে &lsquo;ব্রহ্মস&lsquo;, ও &lsquo;পিনাক&lsquo; মিসাইল। DRDO-র তৈরি &lsquo;ভূমি থেকে ভূমি&rsquo; ক্ষেপণাস্ত্র &lsquo;প্রলয়&rsquo; এই প্রথমবার কুচকাওয়াজে প্রদর্শিত হয়। এ বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ১০ হাজার।&nbsp; <strong><br /><br /></strong>অন্যদিকে প্রথা মেনেই এদিন রাজভবনে আয়োজন করা হয় চা চক্রের। যেখানে অংশ নেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। লেখক থেকে কূটনীতিক, সেনাকর্তা থেকে বিচারপতি…কে নেই আমন্ত্রিতদের তালিকায়। কিন্তু এহেন অনুষ্ঠান চলাকালীন, হঠাৎ ঘটল ছন্দপতন। রাজভবনে পুলিশ ব্যান্ডকে ঢুকতে না দেওয়া নিয়ে কাটল তাল। সেই সময় রাজভবনে চা চক্রে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। এই খবর পেয়ে একেবারে রাজভবনের গেটের কাছে চলে আসেন তিনি। সঙ্গে আসেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবও। এরপর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটে জটিলতা। শেষমেষ রাজভবনে ঢুকতে দেওয়া হয় পুলিশ ব্যান্ডকে। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানও করে তারা। রাজভবন সূত্রে জানানো হয়েছে, সাধারণত যে জায়গা কলকাতা পুলিশের ব্যান্ডের জন্য নির্ধারিত, এবার তা অন্য জায়গায় সরানো হয়েছে। যখন সেটা জানা যায়, পুলিশ ব্যান্ডকে ডেকে নতুন জায়গা দেখিয়ে দেওয়া হয় এবং সেখানেই তারা পারফর্ম করে।</p>
<p><u></u><strong>আরও পড়ুন: <a title="Kolkata News: শহরে হেলে পড়ছে একের পর বাড়ি, নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের" href="https://bengali.abplive.com/district/department-of-municipal-and-urban-development-has-issued-guidelines-1117346" target="_self">Kolkata News: শহরে হেলে পড়ছে একের পর বাড়ি, নির্দেশিকা জারি পুর ও নগরোন্নয়ন দফতরের</a><u><br /></u></strong><strong><br /></strong></p>



Source link