প্রলয়, পিনাকা মিসাইল, ব্রহ্মোস- প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশ্ব দেখবে ভারতের সামরিক শক্তি
Republic Day 2025 Parade: ২০২৫ সালে এসে বিশ্বের মধ্যে পাওয়ার ইনডেক্স বা শক্তি সূচকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে আছে ভারত। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারত তার সামরিক শক্তির প্রদর্শন করে থাকে। কর্তব্যপথের কুচকাওয়াজে এই বছরও তার ব্যতিক্রম হবে না। তবে এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় সেনার (Republic Day 2025) তিনটি শাখা একত্রে একটি ট্যাবলোতে থাকবে। ভারতের বায়ুসেনা, নৌসেনা এবং সামরিক বাহিনী একত্রে এই ট্যাবলোতে তাদের শক্তি প্রদর্শন করবে যার থিমের নাম দেওয়া হয়েছে, ‘সশক্ত অউর সুরক্ষিত ভারত’ অর্থাৎ শক্তিশালী এবং সুরক্ষিত ভারত। এই বিশেষ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কী কী থাকবে কর্তব্যপথে
আজকের কুচকাওয়াজে নজর কাড়তে চলেছে ভারতীয় সেনার বেশ কিছু নয়া অস্ত্র যার মধ্যে রয়েছে টি৯০ ভীষ্ম ট্যাঙ্ক, এনএজি মিসাইল সিস্টেম, ব্রহ্মোস, আকাশ অস্ত্র ব্যবস্থা ইত্যাদি।
টি ৯০ ট্যাঙ্ক
এটি একটি মেন ব্যাটল ট্যাঙ্ক (Republic Day 2025) যা ২০০৩ সাল থেকেই ভারতীয় সেনারা ব্যবহার করে আসছে। রাশিয়ান টি৯০ এস ডিজাইনের উপর ভিত্তি করে এই থার্ড জেনারেশনের অস্ত্র নির্মিত হয়েছে। প্রতি মিনিটে এই ট্যাঙ্ক থেকে ৮০০টি শেল বর্ষণ করা যায় শত্রুপক্ষের উপর। অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলকে নির্দেশ দেয় এই ট্যাঙ্ক।
নাগ মিসাইল সিস্টেম
এটি আদপে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যা ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নির্মাণ করেছে। শত্রুপক্ষের শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করে দেবে এই নাগ মিসাইল। ৫০০ মিটার থেকে ১০ কিলোমিটারের দূরত্বে থাকা যে কোনো শত্রুশিবির নিমেষে ধ্বংস করে দিতে পারে এই নাগ মিসাইল। ১৩ জানুয়ারি এই মিসাইলের সাম্প্রতিক ভ্যারিয়ান্টের পরীক্ষা হয় পোখরানে। এতে নিশানাকে বিদ্ধ করার আগে লক্ষ্য নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় ইমেজিং ইনফ্রারেড সিকার। ৯০ শতাংশ ক্ষেত্রেই লক্ষবিদ্ধ করতে সক্ষম এই অস্ত্র।
ব্রহ্মোস মিসাইল
ব্রহ্মোস একটি সুপারসনিক ক্রুজ মিসাইল যা ভারত ও রাশিয়ার যৌথ সহায়তায় নির্মিত হয়েছে। ডুবোজাহাজ, জাহাজ, বিমান, এমনকী স্থলভাগের যে কোনো জায়গা থেকে এই ব্রহ্মোস মিসাইল উৎক্ষেপণ (Republic Day 2025) করা যায়। ৫০০ কিমি পর্যন্ত এর রেঞ্জ রয়েছে। স্থলভাগ হোক বা সমুদ্র, ব্রহ্মোস অনায়াসে লক্ষ্যভেদে সক্ষম। ২.৫ সেকেন্ডের ব্যবধানে পরপর ৮টি মিসাইল উৎক্ষেপণ করতে পারে এই ব্রহ্মোস লঞ্চার।
পিনাকা মিসাইল সিস্টেম
দেশে নির্মিত একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার এই পিনাকা মিসাইল সিস্টেম। মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যেই ১২য় রকেট ছুঁড়তে পারে এই মিসাইল সিস্টেম, ৪০ কিমি থেকে ৭৫ কিমি রেঞ্জ রয়েছে টার্গেটের। ডিআরডিও এর টার্গেট ১৫০ কিমিতে বাড়ানোর পরিকল্পনা করেছে। গত বছর নভেম্বর মাসে আর্মেনিয়াতে ভারতের প্রথম পিনাকা মিসাইল সরবরাহ করা হয়।
প্রলয়
এটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল হিসেবে নির্মিত হয়েছে। আর আজকের প্রজাতন্ত্র দিবসের সবথেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এই প্রলয়। এই প্রথমবার প্যারেডে দেখা যাবে এই মিসাইলকে। ১৫০ থেকে ৫০০ কিমির রেঞ্জ রয়েছে এতে, ৩৫০ কেজি থেকে ৭০০ কেজি পর্যন্ত ভারবহনে সক্ষম এই মিসাইল। এর মধ্যে উচ্চমাত্রার বিস্ফোরক এবং পেনিস্ট্রেশন-কাম-ব্লাস্ট টাইপ অস্ত্রও বহন করা যাবে সহজে। দ্রুত ডিপ্লয়মেন্টের জন্য এটি একটি সচল লঞ্চারে রাখা হবে। চিন ও পাকিস্তানের সীমানা সুরক্ষার কাজে ব্যবহৃত হবে এই প্রলয়।
আরও পড়ুন: Republic Day 2025 News LIVE: আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস, সেজে উঠেছে সারা দেশ, কড়া নিরাপত্তা কলকাতায়
আরও দেখুন