NOW READING:
Republic Day 2025: কুচকাওয়াজে ঢুকে পড়তে পারে বাংলাদেশি অনুপ্রবেশকারী? কড়া ‘ওয়াচ’ রেড রোড সহ ৭ কেন্দ্রে, বন্ধ থাকবে একাধিক রাস্তা!
January 25, 2025

Republic Day 2025: কুচকাওয়াজে ঢুকে পড়তে পারে বাংলাদেশি অনুপ্রবেশকারী? কড়া ‘ওয়াচ’ রেড রোড সহ ৭ কেন্দ্রে, বন্ধ থাকবে একাধিক রাস্তা!

Republic Day 2025: কুচকাওয়াজে ঢুকে পড়তে পারে বাংলাদেশি অনুপ্রবেশকারী? কড়া ‘ওয়াচ’ রেড রোড সহ ৭ কেন্দ্রে, বন্ধ থাকবে একাধিক রাস্তা!
Listen to this article


অয়ন ঘোষাল: রবিবার সাধারণতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে রেড রোড সহ শহরের প্রতিটি প্রাণকেন্দ্র। জাতীয় ছুটি এবং রবিবার। কাল রেকর্ড মানুষের ঢল নামবে রাজপথে। অনুমান কলকাতা পুলিসের। অনেকেই কুচকাওয়াজ দেখতে আসবেন। অনেকে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে ঘুরতে যাবেন। ফলে যানবাহনের চাপ কাল বেশি থাকবে শহরে। তেমনই অগণিত মানুষের ঢল থাকবে রাস্তায়। এখন ভারত–বাংলাদেশের সম্পর্ক মধুর নয়। ওপার বাংলা থেকে এপার বাংলায় ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী। তাই এবার প্রজাতন্ত্র দিবসে শহরের নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে কাল থাকছে শহর।

কুচকাওয়াজকে কেন্দ্র করে কাল শহরে রয়েছে একাধিক ভিভিআইপির মুভমেন্ট। পাশাপাশি রাস্তায় ঢল নামা সাধারণ মানুষেরও নিরাপত্তা সুনিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে তৈরি পুলিস। পুলিশ সূত্রে খবর কাল ১১৯ জন ইনসপেকটর, ৪৬ জন এসিপি পদমর্যাদার পুলিস, ২২ জন ডিসি–সহ ২ হাজার ৩০০ ফোর্স মোতায়েন থাকবে শহরের রাজপথে। একাধিক পয়েন্টে হবে নাকা চেকিং। হোটেল এবং রেস্তরাঁগুলিতে বাড়তি নজর রাখবে পুলিশ। এমনকি ইন্ডিয়ান মিউজিয়াম, আলিপুর চিড়িয়াখানা এবং ধর্মতলা চত্বরেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

রেড রোডে কুচকাওয়াজে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্য ও সেনা প্রশাসনের শীর্ষকর্তারা। তাই শুধু রেড রোডেই ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। শহরের ২২টি স্পেশাল জোনে পৃথকভাবে নজরদারি চালানো হবে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সাধারণতন্ত্র দিবসের দিন জেলা থেকেও মানুষজন আসেন কলকাতা শহরে। সাধারণতন্ত্র দিবসের প্যারেডের জন্য ২৬ জানুয়ারি ভোর সাড়ে ৫টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত কলকাতার নানা রাস্তা বন্ধ থাকবে। 

বন্ধ রাস্তাগুলির মধ্যে রয়েছে হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি, কুইন্স ওয়ে, ডাফলিন রোড, আউটট্রাম রোড, এসপ্ল্যানেড নর্থ ওয়েস্ট র‍্যাম্প। কাল রাজ্যের একাধিক দফতর তাদের সুসজ্জিত ট্যাবলো নামাচ্ছে রেড রোডে। ট্যাবলোর মধ্যে দিয়ে শিক্ষা, জনস্বাস্থ্য কারিগরি, তথ্য প্রযুক্তি, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরা হবে। রেড রোডের দর্শকাশনকে মোট ৮টি জোনে ভাগ করা হয়েছে। তাদের জন্য আলাদা পার্কিং লট ডেডিকেট করা হয়েছে। 

আরও পড়ুন, Republic Day 2025: বহুস্তরীয় নিরাপত্তা বলয়, ফেস রেকগনিশন ক্যামেরা! প্রজাতন্ত্র দিবসে আঁটসাঁট দিল্লি…

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link