Kolkata News: খিদিরপুর ডকের কাছে কাঁটাপুকুরে CISF-র প্যারেড গ্রাউন্ডে রবিবার প্রজাতন্ত্র দিবস পালন করে কলকাতা পোর্ট ট্রাস্ট। গোটা চত্বরটি সাজানো হয়েছিল রং বেরংয়ের পতাকায় আর বেলুন দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রথেন্দ্র রমন। পতাকা উত্তোলনের পরেই বেজে ওঠে জাতীয় সঙ্গীত। তারপরে শুরু হয় কুচকাওয়াজ। এই অনুষ্ঠানের শেষে প্রদর্শিত হয় এক অভিনব মহড়া। বাস ভর্তি যাত্রীদের বন্ধক বানিয়ে জেল বন্দি সঙ্গীদের ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে জঙ্গিরা। এমন পরিস্থিতিতে কীভাবে সিআইএসএফ বা শিল্প নিরাপত্তা বাহিনীর কমান্ডোরা অপারেশন চালিয়ে দুর্বৃত্তদের পাকড়াও করে যাত্রীদের মুক্ত করছেন, সেটাই দেখানো হয় মহড়ায়।
স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির:
এদিকে, স্যালাইনকাণ্ডে এফআইআরে নাম থাকা ২ চিকিৎসককে ভবানীভবনে জিজ্ঞাসাবাদ সিআইডির। চিকিৎসক দিলীপ কুমার পাল ও চিকিৎসক হিমাদ্রি নায়েককে জিজ্ঞাসাবাদ। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিআইডি-র। প্রসূতি মৃত্যুর দিন অপারেশন থিয়েটারে থাকার কথা ছিল ২ চিকিৎসকের, ২ চিকিৎসকের নাম ছিল এফআইআরে। সরকারি হাসপাতালে চিকিৎসা না করে ২ চিকিৎসক অন্য জায়গায় ছিলেন বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে ২ জনকে সমন করে সিআইডি। স্যালাইনকাণ্ডে ১৩ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়।
+ There are no comments
Add yours