জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের আতঙ্ক যেন আজও যায়নি। এই প্রাণঘাতী ভাইরাস যে চিন থেকেই ছড়িয়েছিল, তা প্রথমেই জানা গিয়েছিল। কিন্তু সেটি মান্যতা পায়নি। এবার সামনে এল বড়-চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এফবিআই মার্কিন প্রতিরক্ষা বিভাগ এবং গবেষকদের চুপ করে রেখেছিল। কারণ তারা তাদের তত্ত্বের সমর্থনে প্রমাণ করেছিল যে, কোভিড-১৯ একটি চিনা ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছিল। সেখানেই জানা গিয়েছিল যে, ২০১২১ সালের আগস্টে একটি রিপোর্ট জো বাইডেনের কাছে পেশ করা হয়েছিল। সেখানে উল্লেখ করা ছিল যে, এই ভাইরাসটি ‘সম্ভবত জিনগত’ নয়।
গবেষকরা কোভিড ল্যাব লিক সম্পর্কে যা খুঁজে পেয়েছেন…
কোভিড-১৯ এর উত্পত্তি কোথা থেকে হয়েছে, এই নিয়ে তিনজন বিজ্ঞানী তদন্তে ছিলেন। যাঁরা হলেন- জন হার্ডহাম, রবার্ট কাটলিপ এবং জিন-পল ক্রেটিয়েন। ২০০৮ সালে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লিউআইভি) গবেষণায় তাঁরা দেখেছেন একটি স্পাইক প্রোটিন বৈশিষ্ট্য মানব সংক্রমণে সহায়তা করে। ২০২০ সালে ভাইরাসটি সিকোয়েন্স হওয়ার পরে, একজন চিনা সামরিক গবেষক কোভিড-১৯ ভ্যাকসিনের পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। পরে রহস্যজনক পরিস্থিতিতে ওই গবেষকের মৃত্যু হয়।
আরও পড়ুন:Kolkata Metro: ফেরি-বাস-ট্রেন আর নয়! এবার সোজা মেট্রো করেই মাঠে…
জো বাইডেনের কাছে পাঠানো প্রতিবেদন থেকে অনুসন্ধানগুলি বাদ দেওয়া হয়েছিল…
গোয়েন্দা কর্মকর্তারা প্রতিবেদনের ফলাফলগুলিকে বাদ দিয়েছিলেন যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, গবেষকদের US কংগ্রেস এবং এফবিআই-এর সঙ্গে তাদের বিশ্লেষণ ভাগ করতেও বাধা দেওয়া হয়েছিল। সূত্র থেকে জানা গিয়েছে, এই বিষয়ে বিজ্ঞানীদের নীরব থাকতে বলা হয়েছিল।
হুইসেলব্লোয়ার লেফটেন্যান্ট কর্নেল জোসেফ মারফি প্রকাশ করেছেন যে SARS-CoV-2-এর মতো ইঞ্জিনিয়ারিং ভাইরাসগুলির জন্য একটি ‘ব্লুপ্রিন্ট’ বিশদযুক্ত ফেডারেল অনুদানের নথিগুলিকে ভুলভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এবং চিনের সেই ল্যাব থেকেই যে কোভিডের ভাইরাসটি ছড়িয়ে ছিল, তা জো বাইডেনের থেকে লুকিয়ে যাওয়া হয়।
কোভিড ল্যাব লিক তত্ত্বে চিন কী বলেছে?
চিন ২০২১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একটি যৌথ প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ভাইরাসটি সম্ভবত বাদুড় থেকে অন্য প্রাণীর মাধ্যমে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছে। যদিও, মার্কিন কর্মকর্তারা সন্দেহ করেছিলেন যে কোভিডটি উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে ফাঁস হয়ে থাকতে পারে যেখানে বিজ্ঞানীরা জেনেটিকালি ইঞ্জিনিয়ারিং করোনভাইরাস তৈরি করেছিলেন, মার্কিন সরকারী নথিপত্র অনুসারে।
আরও পড়ুন:Viral Botox Girl: ছুরি-কাঁচি-বোটক্সে খরচ সাড়ে ৫ কোটি, যে কন্যার বার্বি-রূপে ভিরমি খাবেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)