NOW READING:
Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
March 15, 2025

Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন

Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন
Listen to this article


Reliance Jio: আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। কাছের মানুষদের সঙ্গে এই উৎসবেই আরও একাত্ম হওয়ার সুযোগ মেলে। আর এই উৎসব উপলক্ষ্যে বহু সংস্থা নানারকম অফার দিয়ে থাকে। থাকে প্রচুর ছাড় এবং উপহারের সুযোগ। এমনই একটি অফারের (Reliance Jio) দাবি করা হচ্ছে সমাজমাধ্যমে প্রচারিত একটি পোস্টে। এখানে বলা হচ্ছে যে হোলি (Fact Check) উপলক্ষ্যে রিলায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে। আর এই পোস্টে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ১৫.৩ মিলিয়ন ভিউজ এসেছে।

১২ মার্চ সমাজমাধ্যমে মোট ৪টে ভিডিয়োতে জিওর এই অফারের প্রচার করা শুরু হয়। ফেসবুকে এই ভিডিয়োগুলি পোস্ট করা হয় যেখানে দাবি করা হচ্ছে যে জিও সংস্থা তাদের গ্রাহকদের ৭০০ টাকা করে পুরস্কার দেবে। এই ভিডিয়োতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানির একটি ছবি রয়েছে, জিও ডিজিটাল লাইফ এবং জিও সিনেমার লোগো রয়েছে। আর আবহে হিন্দিতে একটি ভয়েস ওভারে বলা হচ্ছে, হোলি উৎসব উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকদের ৭০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই লিঙ্কে তাড়াতাড়ি ক্লিক করুন যাতে দ্রুত আপনার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায়।’

এই পোস্টের উপরে লেখা রয়েছে, ‘হোলি উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকরা ৭০০ টাকা করে পুরস্কার পাবেন। দ্রুত এই লিঙ্কে ক্লিক করুন যাতে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়’।

পোস্টটি দেখুন এখানে

Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন

ফ্যাক্ট চেক

নিউজমিটার অনুসন্ধান করে দেখেছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এই প্রোমোশনাল অফার আদপে ভুয়ো, জালিয়াতি। জিও এই ধরনের কোনও অফার নিয়ে আসেনি গ্রাহকদের জন্য যেখানে ৭০০ টাকা করে দেওয়া হবে গ্রাহককে। জিওর অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনও অফারের সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়নি। জিওর সমাজমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অফার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। আবার মেটা অ্যাড লাইব্রেরিতেও জিওর পক্ষ থেকে হোলির জন্য এই ধরনের কোনও প্রোমোশনাল অফারের ব্যাপারে বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়নি।

অফারের লিঙ্কটিতে ক্লিক করলেই তা রিডাইরেক্ট হয়ে নিয়ে যাচ্ছে একটি ওয়েবসাইটে যার নাম – festivvholiiioff.xyz। আর এটা থেকেই স্পষ্ট হয় যে এটি জিওর অফিসিয়াল কোনও ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে, ডিজিটাল ইন্ডিয়ার লোগো রয়েছে এবং ডিজিটাল স্ক্র্যাচ কার্ডের ছবি রয়েছে। লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে সকলেই ১৯৯৯ টাকা করে পেতে পারেন, টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করতে হবে’।

এর থেকে স্পষ্ট বোঝা যায়, জিওর হোলি অফারের ৭০০ টাকা পুরস্কারের দাবি আদপেই মিথ্যা। নেটিজেনদের সঙ্গে জালিয়াতি করার এগুলি একেকটি উপায়, যাতে টাকা লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ক্যাম অ্যাডভাইজরের সাহায্যে দেখা যায় এই festivvholiiioff.xyz ওয়েবসাইটটিতে সন্দেহজনক ওয়েবসাইট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দাবি

হোলি উপলক্ষ্যে রিলায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে।

সিদ্ধান্ত

জিওর হোলি অফারের ৭০০ টাকা পুরস্কারের দাবি আদপেই মিথ্যা।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: ২১ হাজার টাকায় মিলবে ১৫ লাখের রিটার্ন ! সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন নির্মলা সীতারামন ?

আরও দেখুন



Source link