জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ভারত বিরোধিতায় সেচ্চার হয়েছিল। দেশে শাসন ক্ষমতার বদল হওয়ার পর গোটা বাংলাদেশজুড়েই এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। হামলা হয় সংখ্যালঘুদের উপরে ও তাদের ধর্মস্থানে। শুধু তাই নয় খোদ মহম্মদ ইউনূস বলেছিলেন নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ভালো করেছিলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে নয়। সেই ইউনূসের মুখে এবার ভিন্ন সুর।
আরও পড়ুন-মালিককে ‘টার্গেট’ বাঘের! ঝাঁপিয়ে পড়ল জার্মান শেফার্ড! বাঘে-কুকুরে অসম লড়াই শেষে…
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে ইউনূস বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনও অবনতি হয়নি। এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। কারণ ভভারত আমাদের পড়শি। ঐতিহাসিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমরা একে অপরের উপরে নির্ভরশীল। সেখান থেকে আমরা সরে আসতে পারব না। তবে অপপ্রচার থেকে কিছু কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্ব থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি।
ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যে আগের মতো নেই তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দুদেশের তরফে ধীরে ধীরে সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরাল করার চেষ্টা ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। এরকম অবস্থায় ভারতের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে? মহম্মদ ইউনূস বলেন, ওদের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে। ওরা আমাদের এখানে আসছে। আমাদের লোকজন ওদের ওখানে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রথম সপ্তাহেই কথা হয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে শখানেক মামলা হয়েছে। তাকে দেশে ফেরানোর চেষ্টা করছে বাংলাদেশ সরকার। এরকম এক পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে চলেছে? ইউনূস বলেন, সবাই আমরা এই দেশের নাগরিক। আমাদের এই দেশের ওপরে সমান অধিকার। আমরা সব ভাই ভাই। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে। এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত-দল করবে, তার মতো করে, সবকিছু করবে। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিৎ, তার বিচার হতে হবে। এটুকুই শুধু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours