# Tags
#Blog

শীতের সকালে শহর কলকাতায় ম্য়ারাথনের বড় ইভেন্ট, আপনিও অংশ নেবেন তো?

শীতের সকালে শহর কলকাতায় ম্য়ারাথনের বড় ইভেন্ট, আপনিও অংশ নেবেন তো?
Listen to this article


কলকাতা: শীতের সকালে ফের কলকাতায় ম্য়ারাথনের আসর। প্রতি বছরের মত এবারও আগামী ২৪ নভেম্বর ম্যারাথনের আয়োজন করতে চলেছে JB গ্রুপ বা জয় বালাজি গ্রুপ। যেই ম্য়ারাথন পরিচিত JBG Kolkata World 10K নামে। এবার নবম বছরের পা দিতে চলেছে এই দৌড় প্রতিযোগিতা। আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে যার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগামী ২৪ নভেম্বর সল্টলেকের গোদরেজ ওয়াটারসাইড থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে। আবার সেখানে এসেই শেষ হবে। আশা করা যাচ্ছে প্রায় ৫ হাজার জন এই ইভেন্টে অংশ নিতে চলেছে। এই ইভেন্টের মূল উদ্যোক্তা স্পোর্টিজ ইভেন্ট ম্য়ানেজমেন্ট কোম্পানি।

কীভাবে অংশ নেবেন এই ইভেন্টে? 

এই ইভেন্টে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। প্রথম ১৫ দিনের জন্য ডিসকাউন্টও রাখা হয়েছে। এমনকী বেশ কয়েকটি ভাগে এই ইভেন্ট আয়োজনের কথা ভেবেছে উদ্য়োক্তারা। পেশাদার দৌড়বিদদের জন্য এলিট ১০ কিলোমিটার দৌড়। যা যোগ্যতা নির্ণায়ক পর্বের মাধ্যমে বেছে নেওয়া হবে। এছাড়াও ১০ কিলোমিটারের সাধারণ মানুষের যে দৌড়ের ইভেন্ট, তাতে ১১৯৯ টাকা (যার মূল্য ৩০ সেপ্টেম্বরের পর হয়ে যাবে ১৫৯৯) খরচ করে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। এছাড়াও কোন ইভেন্টে কত টাকা তা তুলে ধরা হল-

৫ কিলোমিটার দৌড়ের জন্য ১৩ বছর ও তার বেশি বয়সিরা অংশ নিতে পারবেন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাম নথিভূক্ত করলে ৯৯৯ টাকা খরচ করতে হবে। সিনিয়র সিটিজনদের জন্য় ৩ কিমি দৌড়। যা ৬০ বছর ও তার ঊর্ধ্ব বয়সিরা অংশ নিতে পারবেন। ফর্মের মূল্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে করলে খরচ পড়বে ৫৯৯ টাকা। বিশেষভাবে সক্ষমদের জন্য ৪৯৯ ও বাচ্চাদের জন্যও ৪৯৯ টাকা খরচ হবে। (সব খরচের অঙ্কই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে, এরপর রেজিস্ট্রেশন করলে ফর্ম খরচ কিছুটা বাড়তে পারে) 

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন

এই লিঙ্কে ক্লিক করুন: https://jbgkolkataworld10k.sportiz.in/

গত বছর এই ইভেন্টের বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন জনপ্রিয় মডেল মিলিন্দ সোমান। পতাকা উড়িয়ে ইভেন্টের শুভ উদ্বোধন করেছিলেন তিনি। নিজে দৌড়েওছিলেন। এবারও উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে যে বলিউড ও টলিউডের কোনও সেলিব্রিটি মুখকে দেখা যেতে পারে।

Kolkata Marathon: শীতের সকালে শহর কলকাতায় ম্য়ারাথনের বড় ইভেন্ট, আপনিও অংশ নেবেন তো?

আরও পড়ুন: বিরাট, রোহিত কেউ নন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ভ্যালুয়েবল প্লেয়ারের নাম জানেন?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal