আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার পার্থর আইনজীবীর
<p>ABP Ananda Live: এবার আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। নিয়োগ দুর্নীতির টাকা পাওয়া গেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। উদ্ধার হওয়া টাকার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায় একজন অভিনেত্রী, তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ওপর নির্ভর করেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দায়িত্ব ছিল পর্ষদ এবং মানিক ভট্টাচার্যের। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী ছিলেন, তাঁর সেখানে কোনও ভূমিকাই ছিল না। আদালতে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থী বঞ্চিত হয়েছেন, সেই দায় মন্ত্রীর। পার্থ চট্টোপাধ্যায়ের টাকাই মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে, অভিযোগ ইডি-র। সোমবার জামিনে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। </p>
Source link