১৭ ডিসেম্বর বিশেষ সিবিআই কোর্টে ‘কালীঘাটের কাকুকে’ হাজিরার নির্দেশ
<p>ABP Ananda Live: ১৭ ডিসেম্বর বিশেষ সিবিআই কোর্টে ‘কালীঘাটের কাকুকে’ হাজিরার নির্দেশ। হাইকোর্টের শুনানির পরেই বিশেষ সিবিআই কোর্টে পেশের নির্দেশ। ‘সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা কী, জানতে চাওয়া হোক জেলের কাছে’। ‘প্রয়োজনে জেল হাসপাতাল বা অন্য হাসপাতালে ভর্তি করা হোক’। ‘পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করে রিপোর্ট চাওয়া হোক’। কালীঘাটের কাকুর প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে সওয়াল সিবিআইয়ের ।</p>
<p> </p>
<p>শুভেন্দুর সংযোজন,’ চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। ৭১ সালে ১৭ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন। এরাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, ৩০ শতাংশ দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না। কারণ বাকি ৭০ শতাংশ এক হয়েছে, তাই মুখ্যমন্ত্রী সুর বদলাচ্ছেন। মুখ্যমন্ত্রী ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে।এখন বিধাসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভুতি দেখাচ্ছেন। এবার ধর্মরক্ষা কমিটি গড়ার সময় এসেছে।'</p>
<p>গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন, উনি ভারত সরকারকে চিঠি দিতে পারেন। বাংলাদেশের ঘটনায় পশ্চিম বাংলায় ব্যাপক জনরোষ তৈরি হয়েছে। মুখরক্ষার জন্য এটা বলছেন উনি। আবার ওনার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছেন। নরেন্দ্র মোদিজির নিন্দা করছেন। অতয়েব বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে গেলে, সিদ্দিকুল্লা চৌধুরীকে, ফিরহাদ হাকিমকে, রাণী রাসমণি রোডকে ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়। আর হিন্দুরা জাতীয় পতাকা নিয়ে, কলকাতার বুকে প্রতিবাদ করতে গেলে, হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়। অর্থাৎ একই অঙ্গে বহু রূপ। এই সব কথার কোনও মূল্য আছে বলে আমি মনে করি না।'</p>
Source link