NOW READING:
কসবায় শিক্ষকদের পেটে লাথি পুলিশের, মামলা দায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে
April 10, 2025

কসবায় শিক্ষকদের পেটে লাথি পুলিশের, মামলা দায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে

কসবায় শিক্ষকদের পেটে লাথি পুলিশের, মামলা দায়ের আন্দোলনকারীদের বিরুদ্ধে
Listen to this article



<p>ABP Ananda Live: চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি, লাথি। এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে DI ও কসবা থানার মামলা। &nbsp;চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। বুধবার সকাল থেকে কলকাতা -সহ জেলা থেকে দফায় দফায় চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর পর বুধবার রাত ১০টা নাগাদ আচার্য সদনের ফটকের সামনে, বিধাননগর কমিশনারেটের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস আটকানো থাকতে দেখা যায়।</p>



Source link