NOW READING:
শিক্ষামন্ত্রী ও SSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি ! ‘বৈধ’ ও ‘অবৈধ’ নিয়ে বড় নিয়ে বড় প্রশ্ন
April 21, 2025

শিক্ষামন্ত্রী ও SSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি ! ‘বৈধ’ ও ‘অবৈধ’ নিয়ে বড় নিয়ে বড় প্রশ্ন

শিক্ষামন্ত্রী ও SSC-র চেয়ারম্যানের পদত্যাগ দাবি !   ‘বৈধ’ ও ‘অবৈধ’ নিয়ে বড় নিয়ে বড় প্রশ্ন
Listen to this article


কলকাতা: ঘড়ির কাঁটার দিকে তাঁকিয়ে ছিলেন চাকরিহারারা। এদিকে সন্ধ্যা ৬ টা পেরিয়ে গেলেও ‘যোগ্যদের’ তালিকা প্রকাশ হয়নি।  এদিকে এসএসসি দফতরের সামনে বিক্ষোভের মাঝেই বড়সড় প্রশ্ন তুললেন চাকরিহারারা। শিক্ষামন্ত্রী-চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তাঁরা। 

আরও পড়ুন, সন্ধ্যা ৬ টায় ‘যোগ্যদের’ তালিকা প্রকাশের সম্ভাবনা ! ‘যোগ্য কেউ বাদ গেলে দক্ষযজ্ঞ ঘটিয়ে দেব..’ SSC দফতরে সামনে পুলিশে ছয়লাপ

প্রশ্ন ১ চাকরিহারা শিক্ষক: দাড়িভিট কাণ্ড ও ২০১৯ এর লোকসভা নির্বাচনের জন্য, প্যানেলের ভ্যালিডিটি এক্সটেনশন করা হয়। যেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু পরবর্তীতে SSC এখন বলতে চাইছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং বৈধ। বাদ বাকি সব হচ্ছে Tented ! সুপ্রিম কোর্টে SSC হলফনামা দিয়ে জানিয়েছে, ৬ হাজার ২৭৬ জন বৈধ , বাকি সব বৈধ। তাহলে আজকে উনি কী করে বলছেন,  প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং অবধি বৈধ, বাকি সব অবৈধ ? এটা আমরা মানছি না।

প্রশ্ন ২ চাকারিহারা শিক্ষিকা: কমিশন যেটা জানিয়েছিল, বলেছিল যে যোগ্যদের সার্টিফায়েড লিস্ট দেওয়া হবে। কিন্তু যোগ্য বলতে কাদের বোঝানো হচ্ছে ? আগে একবারও বলেনি কমিশন যে, First থেকে 3rd কাউন্সিলিং অবধিই তারা সার্টিফায়েড করবে। কমিশন কাউন্সিলিং করেছিল, তাই জন্যই আমরা এসেছিলাম। কমিশন কন্ডাক্ট না করলে আমরা চাকরিটা পেতাম না। তাহলে যখন কমিশন কাউন্সিলিং করছিল, তখনই তার মাথায় রাখা উচিত ছিল। ..ওনারা চাকরি দিয়েছেন, যতটা কাউন্সিলিং হয়েছে, প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করার দায়িত্ব একমাত্র কমিশন এবং রাজ্য সরকারের।

প্রশ্ন ৩ চাকারিহারা শিক্ষিকা: আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, কাকে বিশ্বাস করব এবং কাকে ভরসা করব ? সবটাই তো মিথ্যাচারের মধ্যে ডুবে রয়েছি।

চাকরিহারা: এই কমিশন প্রতিটা মুহূর্তে, প্রথম থেকে মিথ্যা কথা বলছে, আমাদেরকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। আমরা এর বিচার চাই। আমরা এখুনি SSC-র চেয়ারম্যানের পদত্যাগ চাই। এখনও শুধু টালবাহানা করছে। আজকে ওকে ওখান থেকে নামতে হবে। আজকে ওই সিংহাসন থেকে নামাবো আমরা।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও দেখুন



Source link