কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ: যোগ্য়দের পূর্ণাঙ্গ তালিকা সামনে এল না। তার মধ্য়ে গোদের ওপর বিষফোঁড়ার মতো, চাকরিহারাদের মধ্য়ে কি কার্যত নতুন বিভাজনরেখা টেনে দিল স্কুল সার্ভিস কমিশন?
আরও পড়ুন, ‘কোনও তালিকা প্রকাশ হচ্ছে না’ ! বৈঠক শেষে SSC দফতর থেকে বেরিয়ে বড় বার্তা চাকরিহারাদের প্রতিনিধির..
সোমবার সন্ধে ছ’টা নাগাদ SSC-র তরফে যোগ্য়-অযোগ্য়র তালিকা প্রকাশ করার কথা ছিল। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল SSC দফতরের ভিতরে যান বৈঠকের জন্য। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সন্ধে ছটা পেরিয়ে যায়। কিন্তু SSC কোনও তালিকাই সামনে আনেনি। এর মধ্য়েই চাকরিহারাদের একাংশ দাবি করেন বৈঠকে বলা হয়েছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা বৈধ। চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা।
চাকরিহারা চিন্ময় মণ্ডল বলেন, ‘চেয়ারম্য়ান স্যর এটা বলেন যে থার্ড কাউন্সেলিং অবধি ওঁরা আনটেন্টেড মানে নট স্পেসিফিক্য়ালি টেন্টেড এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে ফোর থেকে যোগ্যতার নিরিখে টাকা না দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমার টাকরি আজকে চলে যাবে। দায়ী রাজ্য সরকার আর SSC নেবে তো? আমরা বলেছি আমি যদি অযোগ্য হই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না।’
শেষ ভরসা হিসেবে যে যোগ্য়-অযোগ্য় তালিকার জন্য় চাকরিহারারা হাপিত্য়েশ করে বসেছিলেন, তা মিললই না! উল্টে আবার কাউন্সেলিংয়ের ভিত্তিতে চাকরিহারাদের মধ্য়ে কার্যত নতুন ভাগাভাগি করে দেওয়া হল। এনিয়ে SSC-র বিরুদ্ধে সরব হয়েছে চাকরিহারারা। তাঁদের প্রশ্ন, চাকরিহারাদের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার SSC-কে কে দিয়েছে? আদৌ কি এই সমস্য়ার কোনও সমাধানসূত্র মিলবে? SSC-র কি আদৌ সেই সদিচ্ছা আছে?
চাকরিহারাদের প্রতিনিধি বলেছেন, ‘আমরা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। চেয়ারম্যান স্যার এটা বলেছেন, যে 3rd কাউন্সিলিং অবধি ওনারা Untented মানে not specifically tented, এই লিস্টে রাখবেন। বাকিদেরকে মানে 4th থেকে যোগ্যতার নিরিখে, টাকা না দিয়ে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আমার চাকরি আজকে চলে যাবে। দায় রাজ্য সরকার আর SSC নেবে তো ? আমরা বলেছি, আমি যদি অযোগ্য হই, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। দেরি হয়েছে এসএসসি-র জন্য। তাহলে তার উচিত, আমার চাকরি কীভাবে সুরক্ষিত থাকবে, সেটা ব্যবস্থা করা। আমরা দাবি করছি, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আমাদের জন্য ২ কোটি টাকা Compensation ঘোষণা করুক।’
আরও দেখুন