কলকাতা: রাতভর অবস্থানের সিদ্ধান্ত চাকরিহারাদের। SSC দফতরের সামনে নতুন করে উত্তেজনা, আন্দোলনকারী শিক্ষকদের পাশে জুনিয়র চিকিৎসকদের একাংশ, ধর্নাস্থলে দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়ারা।
আরও পড়ুন, রাতভর অবস্থানের সিদ্ধান্ত চাকরিহারাদের, ‘ভয় পাচ্ছি , RG করের মতো না ক্ষতি করার চেষ্টা করা হয়..’ ! দাবি শিক্ষিকার..
এদিন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, আমরা যখন আন্দোলনে গিয়েছিলাম, তখন সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছিল। আমাদের নাগরিক কর্তব্য আজকে, শিক্ষক শিক্ষিকারা এই মধ্য রাতে গরমের মধ্যে খাবার নেই, জল নেই, রাস্তায় বসে আছেন। আমাদের দায়িত্ব, আমরা ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্তর ফ্রন্টের তরফ থেকে, পাশে দাঁড়াবো। জল, খাবারের ব্যবস্থা করছি। আমরা ফোন করার চেষ্টা করছি, বেশিরভাগ সময়, তাঁরা বলছেন, তাঁদের থ্রেট দেওয়া হয়েছে।
সোমবার সন্ধে ছ’টা নাগাদ SSC-র তরফে যোগ্য়-অযোগ্য়র তালিকা প্রকাশ করার কথা ছিল। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল SSC দফতরের ভিতরে যান বৈঠকের জন্য। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সন্ধে ছটা পেরিয়ে যায়। কিন্তু SSC কোনও তালিকাই সামনে আনেনি। এর মধ্য়েই চাকরিহারাদের একাংশ দাবি করেন বৈঠকে বলা হয়েছে। প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা বৈধ। চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা।
আরও দেখুন