২০১৬-র চাকরিরত SLST শিক্ষকদের বিক্ষোভ, আচার্য সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল
SLST Protest: ২০১৬-র চাকরিরত SLST শিক্ষকদের বিক্ষোভ । প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট, তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট । কারা দুর্নীতিগ্রস্ত তা চিহ্নিত করুক SSC’ । এই দাবিতে করুণাময়ী থেকে আচার্য সদন পর্যন্ত বিক্ষোভ মিছিল ।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার
CBI-এ অনাস্থা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা।CBI-এর ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর দাবি, প্রথম চার্জশিটে ২০ জনের উল্লেখ ছিল। পরে তিনি আরও কয়েকজনের নাম বলেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি সিবিআই। ২ অভিযুক্তের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন করা হলেও সেখানে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না বলে অভিযোগ কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকারের। ২০২১ সালে বিধানসভা ভোটের গণনার দিন অর্থাৎ ২ মে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার।