ময়দানে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের ধরপাকড়
![ময়দানে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের ধরপাকড় ময়দানে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের ধরপাকড়](https://i0.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/06/9f4a4b2467a3e216ca03124a2554bd431738836953966967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
SLST Protest: ময়দানে SLST চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা। রাস্তায় বসে বিক্ষোভ। শিক্ষক বনাম পুলিশ, রাজপথে এবার চাকরি উত্তাপ। ময়দান এলাকায় ব্যাপক পুলিশি ধরপাকড়।
হাতে হাতকড়া, পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ভিডিও প্রকাশ্যে, দিল্লি এখনও নীরব
একদিকে দিল্লির বিধানসভা নির্বাচন। অন্য দিকে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুণ্যস্নান। বুধবার সেই নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ, তার মধ্যেই লজ্জার অধ্যায় রচিত হল। বেআইনি ভাবে অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে ভারতের মাটিতে অবতরণ করল আমেরিকার সেনার বিমান। পঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি সংবাদমাধ্যম। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে। কিন্তু একটি রাত কাটতেই একে একে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরতে শুরু করলেন আমেরিকা ফেরত ভারতীয়রা।