NOW READING:
পথে SLST চাকরিপ্রাপকরা, ডোরিনা ক্রসিংয়ে অবস্থান
December 28, 2024

পথে SLST চাকরিপ্রাপকরা, ডোরিনা ক্রসিংয়ে অবস্থান

পথে SLST চাকরিপ্রাপকরা, ডোরিনা ক্রসিংয়ে অবস্থান
Listen to this article


Calcutta High Court: হাইকোর্টে নির্দেশে বাতিল হয়েছে প্যানেল, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগে পথে ২০১৬-র প্যানেলের SLST শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে অযোগ্যদের তালিকা প্রস্তুত করে সুপ্রিম কোর্টে জমা দিক এসএসসি ও রাজ্য সরকার, দাবি শিক্ষক-শিক্ষিকাদের। ডোরিনা ক্রসিংয়ে অবস্থানে শিক্ষকরা। 

 

আরও খবর…

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের এক শীর্ষকর্তার নাম করে টাকা দাবি করে দুই পুরপ্রধানকে ফোন। কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে হাতেনাতে পাকড়াও ৩ অভিযুক্ত। হস্টেল যোগে নাম জড়াল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের। তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে দাবি করেছেন বিধায়ক নিখিলরঞ্জন দে। 

প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরিপ্রাপকরা। গতকাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন SLST-র ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। রাত ১১টা পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার পর, পুলিশ গিয়ে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান SLST শিক্ষক-শিক্ষিকারা। এরপর তাঁরা ওয়াই চ্য়ানেলে ধর্না-অবস্থান শুরু করেন। 



Source link