Kalighater Kaku: ইডির মামলায় জামিন কালীঘাটের কাকুর। জামিন দিল কলকাতা হাইকোর্ট। জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণের জামিন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ।
উত্তাল বাংলাদেশ। ক্রমেই বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্রমেই চাপ বাড়ছে ভারতের উপর? কী বলছেন প্রাক্তন সেনাকর্তা? মৌলবাদীদের দাপটে জ্বলছে বাংলাদেশ, মর্মান্তিক পরিণতি মহিলার। শুধু হিন্দু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেফতার। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেফতার করল ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর হামলা। হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্র দাস। কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ, দুই কূটনীতিককে ডেকে পাঠাল বাংলাদেশ। কয়েকদিন আগেই কলকাতা এবং আগরতলার দূতাবাসে বিক্ষোভ হয়। চাপের মুখে ত্রিপুরার দূতাবাস বন্ধ করে দে বাংলাদেশ।