<p><span class="yt-core-attributed-string–link-inherit-color" dir="auto">ABP Ananda Live: আরও বিপাকে কালীঘাটের কাকু, আগাম জামিনের আর্জিতে সাড়া দিল না হাইকোর্ট। CBI মামলায় আগাম জামিনের আবেদনে সাড়া দিল না বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ । ‘অন্য মামলায় হেফাজতে আছেন, প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে…’। ‘ওয়ারেন্ট যখন হাতে পেয়েছেন, তার মানে আপনাকে নিয়ন্ত্রণে নিয়েছে CBI বা এটা ফতারের সমতুল্য’। তাই আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। আমাদের মতে আপনাকে গ্রেফতার করছে CBI, সুজয়কৃষ্ণর আইনজীবীকে বললেন বিচারপতি বাগচী। ‘গ্রেফতারের পরে কোর্টে পেশ করা যায়নি, তাই প্রশ্ন তুলতেই পারেন যে এই গ্রেফতারি বৈধ কিনা?’ কিন্তু তার প্রেক্ষিতে CBI-এর কিছু যুক্তি আছে, মন্তব্য বিচারপতি বাগচীর। </span></p>
<p>সংখ্যাগুরু-সংখ্যালঘু বিতর্কে দলেই চাপে ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য দল সমর্থন করে না বলে কড়া বার্তা দেওয়া হল তৃণমূলের তরফে। আজ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। রাজ্যের এক সিনিয়র মন্ত্রী ও কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। সেই মন্তব্য দল অনুমোদন করে না বলে জানিয়ে দেওয়া হল। এটাও স্পষ্ট করা হয়েছে, তৃণমূলের অবস্থান বা আদর্শ এই বক্তব্যে প্রকাশিত হয় না। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে দেয়, এমন কোনও মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।</p>
<p> </p>
Source link
আরও বিপাকে কালীঘাটের কাকু, আগাম জামিনের আর্জিতে সাড়া দিল না হাইকোর্ট।
