নয়াদিল্লি: অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্য ও অবৈধভাবে চাকরি প্রাপ্রকদের সংখ্যা জানাল স্কুল সার্ভিস কমিশন। হলফনামা দিয়ে SSC জানিয়েছে, ২০১৬-এর নিয়োগে চারটি বিভাগে অযোগ্য চাকরিপ্রাপকদের সংখ্যাটা ১ হাজার ২১২। এর আগে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও SSC।
কোর্টে অযোগ্য চাকরি প্রাপ্রকদের সংখ্যা জানাল SSC
অযোগ্যদের প্রাথমিক তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। চারটি বিভাগে অযোগ্য চাকরিপ্রাপকের সংখ্যা ১২১২, জানাল SSC। প্রাথমিকভাবে গ্রুপ C তে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা ১৩২ জন, জানাল SSC। প্রাথমিকভাবে গ্রুপ C তে প্যানেলের বাইরে থেকে নিয়োগ ২৪৯ জনকে, জানাল কমিশন। ‘গ্রুপ D তে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা ২৩৭ জন। নবম-দশমে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা ৭৪ জন’, নবম-দশমে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে ১১১ জনকে, জানাল SSC। একাদশ-দ্বাদশে র্যাঙ্ক জাম্প করা ব্যক্তির সংখ্যা ২০, প্যানেলের বাইরে থেকে নিয়োগ ১৮ জনকে, জানাল কমিশন। আজই নিয়োগের মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
অযোগ্যদের তালিকা
সম্প্রতি SSC মামলায় এবার অযোগ্যদের তালিকায় থাকা দেড়শো জন মহিলা চাকরিপ্রাপককে CBI-জিজ্ঞাসাবাদ নিয়ে তৈরি হয় জটিলতা। সূত্রের খবর, অযোগ্য-তালিকাভুক্ত ২ হাজার ৬০০ জনের মধ্যে প্রায় চব্বিশশো জনকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI. বাকি দেড়শো জন মহিলাকে জিজ্ঞাসাবাদ নিয়ে জটিলতা তৈরি হয়। আইন অনুযায়ী, মহিলাদের তাঁদের পছন্দ মতো জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।
আরও পড়ুন, হাসিনার প্রস্থানে চিনের থাবায় চলে আসবে কি বাংলাদেশও? ভারতের জন্য কতটা চিন্তার ?
জটিলতা
CBI সূত্রে খবর, রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা এই অযোগ্য চাকরিপ্রাপকদের এভাবে জিজ্ঞাসাবাদে সমস্যা রয়েছে বলে জানিয়ে শিক্ষা দফতরে চিঠি পাঠিয়ে একটি জায়গা ও দিনক্ষণ নির্দিষ্ট করতে বলে কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষা দফতর অন্য কাজে ব্যস্ততার কথা জানিয়ে অযোগ্যদের ডাকা যাবে না বলে জানানোয় তৈরি হয় জটিলতা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন