<p><strong>কলকাতা:</strong> নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। কুন্তলের পর জামিন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। ED-র পর CBI-এর মামলাতেও বেল।এবার শান্তনুর জামিন।</p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=rPpC_pbPoDI[/yt]</p>
<p>এদিকে, ফের অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাই মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য SSKM হাসপাতালকে চিঠি দিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, আর এন টেগোর হাসপাতাল থেকে ফেরার পর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পা ফুলেছে। সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না <a title="পার্থ চট্টোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/partha-chatterjee" data-type="interlinkingkeywords">পার্থ চট্টোপাধ্যায়</a>। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে SSKM হাসপাতালকে চিঠি দিয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। </p>
<p> </p>
Source link
নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন ! এবার ভাগ্য খুলল কার ?
