Calcutta High court: ফের পিছোতে পারে ইডি-র শিক্ষা দুর্নীতি মামলায় চার্জগঠন। মানিক, কুন্তল, তাপস, সুশীল মোহতা-সহ ৯ জন মামলা থেকে চাইলেন অব্যাহতি। চার্জগঠনের আগেই অব্যাহতি চাওয়ায়, সেই আর্জির শুনানি হবে দুপুরে, এই আবেদনের শুনানি হবে দুপুর ২টোয়। শুনানির শেষে ঠিক হবে আজই চার্জগঠন, না অন্য দিন? ইতিমধ্যেই আদালতে আনা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে হাজিরা দিয়েছেন কুন্তল ঘোষ এবং অর্পিতা মুখোপাধ্যায়। ‘শুধু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই চার্জগঠন করা হোক, কেন সবার বিরুদ্ধে চার্জগঠন হবে?’ ‘পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টে একমাত্র আবেদনকারী, তাই নির্দেশ তার জন্যই প্রযোজ্য হোক’। আদালতে সওয়াল মার্লিন কর্ণধার সুশীল মোহতার আইনজীবীর।
‘গোটা পশ্চিমবঙ্গকে মুখ্যমন্ত্রী জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করেছে। জঙ্গিরা এখান মহাানন্দে থাকছে, আর তৃণমূল কংগ্রেসের গলা মিলিয়ে জয় বাংলা জয় বাংলা করছে’, মন্তব্য সুকান্তর। কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে। রবিবার, দক্ষিণ ২৪ পরগনার ক্য়ানিং থেকে সন্দেহভাজন জঙ্গি জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। বেঙ্গল STF সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মিলেছে শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা বেশ কিছু নোট। সেগুলি ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।